গত দোসরা নভেম্বর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ক্লাবের আয়োজনে টেক্সটাইল ক্লাব উদ্বোধনী এবং নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের, প্রধান উপদেষ্টা, কমোডের জোবায়ের আহমেদ, এনডিসি, বিএন(রিটেড), মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুন্নবী মোল্লাহ, সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. ইফ্ফাত জাহান, টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম. এ. খালেক সহ টেক্সটাইল ডিপার্টমেন্টের সম্মানিত ফ্যাকাল্টি বৃন্দ এবং টেক্সটাইল ক্লাবের সভাপতি মাহবুব রব্বানী, টেক্সটাইল ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ সহ ক্লাবের সকল সদস্য এবং সাধারণ শিক্ষার্থী।
গত দোসরা মার্চ, ২০২২ এ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এক অফিস অর্ডারের ভিত্তিতে টেক্সটাইল ক্লাব গঠিত হয়। এরপর গত ২৮শে আগষ্ট ক্লাবের প্রতিষ্ঠাতা কমিটি ঘোষণা করা হয়। যে কমিটিতে সভাপতি হিসেবে মাহবুব রব্বানী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাকিম বিল্লাহ দায়িত্ব পায়। ক্লাবের মাধ্যমে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সামাজিক এবং উন্নয়ন মূলক কাজ পরিচালনা করা হয়।
এই ক্লাবের মূল উদ্দেশ্য হল একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য প্রয়োজনীয় পেশাদার দক্ষতার প্রচার করা এবং প্রদান করা। এটি জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যদের সাথে প্রতিযোগিতা করার জন্য শিক্ষার্থীদের উপযুক্ত এবং যথেষ্ট স্মার্ট করে তুলতেও কাজ করে।
সকাল নয়টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও গীতাপাঠ শেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ক্লাবটির সভাপতি মাহবুব রব্বানী। এরপর ক্রমান্বয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য দেন। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল বিভাগের সকল শিক্ষার্থীদের দক্ষতা অর্জন এবং মেলবন্ধনে টেক্সটাইল ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রথম অংশের আলোচনা পর্ব শেষে ক্লাবের সাধারণ সদস্যদের অংশগ্রহণে এক মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে নাচ,গান,আবৃত্তি, নাটক ছাড়াও জমকালো ব্যান্ড সংগীত পরিবেশিত হয়।