Friday, March 29, 2024
More
    HomeCareerটেক্সটাইল ইঞ্জিনিয়ারদের টেক্সটাইল জবের জন্য ভাইবার প্রশ্ন এবং উত্তর সমগ্র (Dyeing Part)

    টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের টেক্সটাইল জবের জন্য ভাইবার প্রশ্ন এবং উত্তর সমগ্র (Dyeing Part)

    প্রশ্ন – ১. ওয়েট প্রসেসিং শব্দের অর্থ কি?
    👉উত্তরঃ সিক্ত প্রক্রিয়া।

    প্রশ্ন – ২. ওয়েট প্রসেসিং কে কয় ভাগে ভাগ করা যায়?
    👉উত্তরঃ ৩ ভাগে। যথাঃ ক. প্রি-ট্রিটমেন্ট, খ. ডাইং ও প্রিন্টিং, গ. ফিনিশিং।

    প্রশ্ন – ৩. ডাইং কাকে বলে?
    👉উত্তরঃ রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থের মাধ্যমে টেক্সটাইল দ্রব্যকে রঙিন করার প্রক্রিয়াকে ডাইং বলে।

    প্রশ্ন – ৪. প্রিন্টিং কাকে বলে?
    👉উত্তরঃ রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থ দ্বারা বিশেষ কিছু কৌশল অবলম্বন করে কাপড়ের স্থান বিশেষে কোন নির্দিষ্ট ডিজাইন ফুটিয়ে তোলাকে প্রিন্টিং বলে।

    প্রশ্ন – ৫. ফিনিশিং কাকে বলে?
    👉উত্তরঃ টেক্সটাইল দ্রব্যের সৌন্দর্য বৃদ্ধি ও ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়াকে ফিনিশিং বলে।

    প্রশ্ন – ৬. সাবান বলতে কি বুঝ?
    👉উত্তরঃ সম্পৃক্ত ও অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ধাতব লবণকে সাবান বলে।

    প্রশ্ন – ৭. ডিটারজেন্ট কি?
    👉উত্তরঃ যে কেমিক্যালের সাহায্যে টেক্সটাইল দ্রব্য হতে ময়লা, ধুলাবালি, তৈল, চর্বি ও অন্যান্য অপদ্রব্য দূর করা হয়, তাকে ডিটারজেন্ট বলে।

    প্রশ্ন – ৮. প্লেট সিনজিং মেশিনের গতি কত?
    👉উত্তরঃ ২৫০ থেকে ৪০০গজ প্রতি মিনিটে।

    প্রশ্ন – ৯. ডিসাইজিং কাকে বলে?
    👉উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বুননকৃত কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ দূর করা হয় এবং কাপড়ে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে ডিসাইজিং বলে।

    প্রশ্ন – ১০. এনজাইম কি?
    👉উত্তরঃ এক ধরনের জৈব প্রভাবক।

    প্রশ্ন – ১১. কটনে সেলুলোজের শতকরা হার কত?
    👉উত্তরঃ শতকরা ৯৪ থেকে ৯৭ ভাগ।

    প্রশ্ন – ১২. স্কাওয়ারিং কাকে বলে?
    👉উত্তরঃ যে সিক্ত প্রক্রিয়ায় অ্যালকালি সহযোগে টেক্সটাইল দ্রব্য হতে তেল, চর্বি, মোম ও অন্যান্য অপদ্রব্য দূড় করা হয়, তাকে স্কাওয়ারিং বলে।

    প্রশ্ন – ১৩. ব্লিচিং কাকে বলে?
    👉উত্তরঃ যে রাসায়নিক প্রক্তিয়ার মাধ্যমে টেক্সটাইল দ্রব্য হতে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ স্থায়ীভাবে দূর করে দ্রব্যটিকে সাদা ধবধবে করা হয়, তাকে ব্লিচিং বলে।

    প্রশ্ন – ১৪. পিগমেন্ট কি?
    👉উত্তরঃ এক ধরনের রং বা কালারি বস্তু।

    প্রশ্ন – ১৫. পানিতে দ্রবণীয় তিনটি ডাই স্টাফের নাম লিখ।
    👉উত্তরঃ ক. ডাইরেক্ট ডাই, খ. রি-অ্যাকটিভ ডাই, গ. অ্যাসিড ডাই।

    প্রশ্ন – ১৬. পানিতে অদ্রবণীয় তিনটি ডাই স্টাফের নাম লিখ।
    👉উত্তরঃ ক. ভ্যাট ডাই, খ. সালফার ডাই, গ. ডিসপার্স ডাই।

    প্রশ্ন – ১৭. তিনটি ওয়েটিং এজেন্ট এর নাম লিখ।
    👉উত্তরঃ ক. Chemiwet XTR খ. মনোপল, গ. লিসাপল।

    প্রশ্ন – ১৮. অ্যাসিড ডাই কি?
    👉উত্তরঃ সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং কোন কোন ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ।

    প্রশ্ন – ১৯. অ্যাসিড ডাই এর তিনটি বাণিজ্যিক নাম লিখ।
    👉উত্তরঃ লিউরাজল, স্যান্ডোফাস্ট, স্যাপরাসেন।

    প্রশ্ন – ২০. ভ্যাট বলতে কি বুঝ?
    👉উত্তরঃ প্রকৃতি থেকে প্রাপ্ত ইন্ডিগো কালারকে যে বিশেষভাবে নির্মিত কাঠের পাত্রে দ্রবণীয় করা হত, তাকে ভ্যাট বলে।

    প্রশ্ন – ২১. ভ্যাট ডাই কোন শ্রেণীর ফাইবার রং করতে ব্যবহৃত হয়?
    👉উত্তরঃ সেলুলোজিক ফাইবার, তবে প্রোটিন ফাইবারও রং করা যায়।

    প্রশ্ন – ২২. ভ্যাটিং কি?
    👉উত্তরঃ যে পদ্ধতিতে অদ্রবণীয় ভ্যাট ডাইকে বিভিন্নভাবে দ্রবণীয় করা হয়, তাকে ভ্যাটিং বলে।

    প্রশ্ন – ২৩. ভ্যাট ডাই-এ লবণের কাজ কি?
    👉উত্তরঃ ফাইবারের প্রতি ডাই এর আকর্ষণ বৃদ্ধি করা।

    প্রশ্ন – ২৪. ভ্যাট ডাই এর দিটি বাণিজ্যিক নাম লিখ।
    👉উত্তরঃ ক. অ্যালগোসল, খ. ইন্ডিগোসল।

    প্রশ্ন – ২৫. ভ্যাট ডাই এর সংজ্ঞা দাও।
    👉উত্তরঃ যে ডাইকে ভ্যাট নামক পাত্রে সোডিয়াম
    হাইড্রোসালফাইড বা হাইড্রোজ (রিডিউসিং এজেন্ট) এবং সস্টিক সোডা দ্রবণে ক্রিয়া করে দ্রবণীয় করতে হয়, তাকে ভ্যাট ডাই বলে।

    প্রশ্ন – ২৬. ডিসপার্সিং ডাই দ্বারা কোন কোন ফাইবার রং করা যায়?
    👉উত্তরঃ নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রাইলিক ইত্যাদি ফাইবার।

    প্রশ্ন – ২৭. বর্তমানে কোন ডাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
    👉উত্তরঃ রি-অ্যাকটিভ ডাই।

    প্রশ্ন – ২৮. রি-অ্যাকটিভ ডাই এর তিনটি বাণিজ্যিক নাম লিখ।
    👉উত্তরঃ ক. প্রসিওন এম, খ. প্রসিওন এইচ, গ. সিবাক্রোন।

    প্রশ্ন – ২৯. প্যাকেজ কাকে বলে?
    👉উত্তরঃ সুতা যার উপর জড়ানো থাকে তাকে প্যাকেজ বলে।

    প্রশ্ন – ৩০. টেক্সটাইল দ্রব্যকে কি কি আকারে ডাইং করা যায়?
    👉উত্তরঃ ক. ফাইবার আকারে বা লুজ আকারে, খ. সুতা আকারে, গ. কাপড় আকারে, এবং ঘ. পিস গুড (পোশাক) আকারে।

    প্রশ্ন – ৩১. কটন কাপড় ডাইং এর জন্য কোন মেশিন বেশি ব্যবহৃত হয়?
    👉উত্তরঃ জিগার ডাইং মেশিন।

    প্রশ্ন – ৩২. উইঞ্চ ডাইং মেশিনে কি ধরনের কাপড রং করা হয়?
    👉উত্তরঃ নিটেড কাপড়।

    RELATED ARTICLES

    1 COMMENT

    1. Im a Bsc in Textile Enginner, wet process. The people university of Bangladesh.
      I want a new job… by our big bro, or teacher or, other helpful person plz help me….

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments