কলকারখানাগুলোতে পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘ব্লুসাইন’। বাংলাদেশে তাদের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান রুবেল। যিনি সম্প্রতি ইনভাইরনমেন্টাল সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে এম.এস.সি ও বি.এস.সি সম্পন্ন করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে।
ব্লুসাইন প্রতিষ্ঠানটি কেমিক্যাল সাপ্লায়ার, ম্যানুফ্যাচারার এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডের সঙ্গে কাজ করে। তারা বিশেষভাবে “সাসটেইনেবল কেমিস্ট্রি”, “সাসটেইনেবল প্রসেস” এবং “ইমপ্যাক্ট অ্যান্ড রিসোর্স এফিশিয়েন্সি” এর উপর গুরুত্ব দেয়।
মেহেদী বেশ অভিজ্ঞতা সমৃদ্ধ তরুণ। যিনি ইতোপূর্বে Stanley/Stella-তে সাসটেইনেবিলিটি ইনিশিয়েটিভ পরিচালনা করেছেন এবং CERES-এ একজন অডিটর হিসেবে কাজ করেছিলেন। GOTS, GRS, OCS, OekoTex এবং Fair Wear Foundation–এর আওতায় সাসটেইনেবল সোর্সিং, প্রোডাক্ট ট্রেসঅ্যাবিলিটি এবং কমপ্লায়েন্স নিয়েও উনার রয়েছে ব্যাপক জানাশোনা।
মেহেদী হাসানের ব্যক্তিগত মিশন ‘ভবিষ্যতের জন্য পৃথিবীকে রক্ষা করা’। তিনি বিশ্বাস করেন, ‘জিরো কার্বন প্ল্যানেট’ কনসেপ্ট বাস্তবায়নের জন্য টেক্সটাইল খাতকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। এজন্য তিনি কাজ করছেন জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পুনর্ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যবহার এবং CSR কার্যক্রমে।
মেহেদীর নিয়োগকে কেন্দ্র করে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতে সাসটেইনেবিলিটি কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের মতো টেক্সটাইল নির্ভর দেশের জন্য এ ধরনের নেতৃত্ব এবং প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
প্রতিবেদক:
লাবিবা সালওয়া ইসলাম
লিডার, কনটেন্ট রাইটিং টিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি।