Tuesday, April 30, 2024
More
    HomeDyeingSINGEING

    SINGEING

    সিনজিং একটি প্রক্রিয়া যেখানে প্রজেক্টিং ফাইবার, সুতার প্রান্ত এবং ফাজ জ্বালিয়ে একটি সমতল পৃষ্ঠ তৈরি করা হয়। সুতা এবং কাপড় উভয় ক্ষেত্রেই সিনজিং প্রয়োগ করা হয়।

    ✳ সিনজিং এর উদ্দেশ্যঃ

    ১) ফ্যাব্রিকসমূহ হতে শর্ট ফাইবার (short fibre) দূর করে ।
    ২) ফ্যাব্রিকসমূহকে মসৃন (smooth), সমান (even), পরিষ্কার (clean) করে দেয় ।
    ৩) ফ্যাব্রিকসমূহের সর্বোচ্চ উজ্জলতা (luster) নিশ্চিত করে ।
    ৪) সিনজিং করলে ফ্যাব্রিকে পিল উৎপন্ন হওয়ার ঝুকি কমে যায় বিশেষত সিনথেটিক এবং তাদের মিশ্রণের ফ্যাব্রিকসমূহের ক্ষেত্রে ।
    ৫) যথাযথ সিনজিং করা হলে ফ্যাব্রিকসমূহে চমৎকার ডাইং এবং প্রিন্টিং করা সম্ভব ।
    ৬) ফ্যাব্রিকসমূহকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে ।

    ✳ প্রকারভেদঃ

    ১) প্লেট সিনজিং (plate singeing)
    ২) রোলার সিনজিং (roller singeing)
    ৩) গ্যাস সিনজিং (gas singeing)

    ✳প্লেট সিনজিং (plate singeing)

    ☑ কার্যপ্রণালীঃ

    প্লেট সিনজিং মেশিনে এক বা একাধিক বাকানো তামার পাত থাকে যাদের পুরুত্ব ১-২ ইঞ্চি হয়ে থাকে । তামার পাতগুলোকে উত্তপ্ত করা হয় এবং ফ্যাব্রিকসমূহ তামার পাতের উপর দিয়ে চলাচল করে । প্লেটগুলির উত্তাপটি বায়ুতে মিশ্রিত গ্যাসের উপযুক্ত জ্বলন্ত ব্যবস্থা দ্বারা সম্পন্ন হয় । প্লেটগুলি উজ্জ্বল লালচে গরম করা হয় এবং ফ্যাব্রিকসমূহকে এই প্লেটগুলির সাথে যোগাযোগ দেওয়া হয় এবং প্রতি মিনিটে ১৫০ থেকে ২৫০ গজ পর্যন্ত গতিতে এই প্লেটগুলির সাথে যোগাযোগ করে ।

    👉সুবিধাঃ

    ১) ব্যাক ফিলিং ফিনিশিং প্রক্রিয়ার জন্য উপযুক্ত ।

    👉অসুবিধাঃ

    ১) উত্তপ্ত প্লেটের ঘর্ষণের কারণে ফ্যাব্রিকের উজ্জলতা কমে যায় ।
    ২) প্লেটের তাপমাত্রা নিয়ন্ত্রণ কঠিন বিধায় অসম সিনিজিং হয়ে যায় ।
    ৩) অসম্পুর্ণ সিনিজিং সাধিত হয় ।
    ৪) খুব বেশি তাপমাত্রা হয়ে গেলে ওভার সিনজিং হয় যা ফ্যাব্রিকের জন্য ক্ষতিকর ।

    ✳ রোলার সিনিজিং (roller singeing)

    ☑ কার্যপ্রণালীঃ

    এই ধরণের সিনজিং মেশিনে ফ্যাব্রিক তামার তৈরি উত্তপ্ত রোটারি সিলিন্ডারের সাথে সংযুক্ত হয় । ঘূর্ণায়মান সিলিন্ডার ধীরে ধীরে ঘুরিয়ে দেয় যাতে ক্রমাগত রোলারের একটি পৃষ্ঠ ফ্যাব্রিকের সংস্পর্শে আসে। সিলিন্ডারের আবর্তনের দিকটি ফ্যাব্রিকের দিকের বিপরীতে থাকে যাতে ফ্যাব্রিকের প্রসারিত তন্তু দূর হয় । যদি ফ্যাব্রিকের উভয় পক্ষের সিনজিংয়ের প্রয়োজন হয়, তবে দুটি সিলিন্ডার নিযুক্ত করা হয়, ফ্যাব্রিকের প্রতিটি পাশের জন্য একটি ।

    👉 সুবিধাঃ

    ১) ব্যাক ফিলিং ফিনিশিং সমস্যা হয় না ।
    ২) মখমল কাপরের জন্য উপযুক্ত ।
    ৩) অসম সিনজিং এর হার কম হয়ে থাকে ।

    👉 অসুবিধাঃ

    ১) সিলিন্ডারের ঘর্ষণের কারনে ফ্যাব্রিকের উজ্জলতা হ্রাস পায় ।
    ২) ওয়ার্প এবং ওয়েফট এর সমাপ্তি ফাইবার (fibre ends) ঠিকমত সিনজিং হয় না ।

    ✳গ্যাস সিনজিং (gas singeing)

    ☑ কার্যপ্রণালীঃ

    এই প্রক্রিয়ায় সিনজিং করার জন্য গ্যাস ব্যাবহার করা হয় যা গ্যাস বার্নার হতে সরবরাহ করা হয় । গ্যাসের জ্বালানী হিসেবে কয়লা ,পেট্রোল ইত্যাদি ব্যাবহার করা হয় । ফ্যাব্রিকসমূহ গ্যাস বার্নারের উপর দিয়ে চলাচল করে কিন্তু বার্নারের গায়ে ঘেষে যায় না। ফ্যাব্রিকের অতিরিক্ত তন্তু গ্যাসের উপর আসলে তা দূর হয়ে যায় ।

    ✴ গ্যাস সিনজিং মেশিনের কিছু তথ্যঃ

    ১) বার্নার পজিশনঃ
    ক) রোলারের সাথে কৌণিক (৯০°)।
    খ) রোলারের সাথে সমান্তরাল ।
    গ) রোলার ফ্যাব্রিক সংস্পর্শ ।

    ২) ব্যাবহৃত গ্যাসঃ এলপিজি গ্যাস (LPG) + অক্সিজেন (অনুপাত ১ : ৪) ।
    ৩) সিনজিং চেম্বারে ফ্যাব্রিকের তাপমাত্রাঃ ৮০-৯০° সেন্টিগ্রেড ।
    ৪) ফ্যাব্রিকের থেডিং দৈর্ঘ্যঃ ৫৪ মিটার ।
    ৫) বহুল ব্যাবহৃত মেশিনঃ OSTHOFF SINGEING (42327 Wuppertal Germany) ।

    👉 সুবিধাঃ

    ১) এই প্রক্রিয়ায় ফ্যাব্রিকের উভয়পাশে সমানভাবে সিনজিং হয় ।
    ২) সর্বাধিক ব্যাবহৃত সিনজিং প্রক্রিয়া ।
    ৩) ইউনিফর্ম সিনজিং করা সম্ভব ।
    ৪) কোন ঘর্ষণ হয় না বিধায় ফ্যাব্রিকের উজ্জলতা ঠিক থাকে ।
    ৫) ব্যাক ফিলিং ফিনিশিং এর কোন ঝামেলা হয় না ।

    👉 অসুবিধাঃ

    ১) যথাযথ সতর্কতা অবলম্বন না করলে গ্যাস থেকে আগুন ধরে যেতে পারে।
    ২) গ্যাস খুবই সতর্কতার সাথে সরবরাহ করতে হয় ।

    ✅ সতর্কতাঃ

    ১) ভুল সিনজিং ফ্যাব্রিকের টেনসাইল শক্তি ৭৫% পর্যন্ত কমিয়ে দিতে পারে ।
    ২) তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় ফ্যাব্রিকে মারাত্নক ক্ষতি হতে পারে ।
    ৩) সিনজিং ফ্যাব্রিক শুকনো হওয়া উচিত কারণ ভিজা ফ্যাব্রিক দ্রুত ঝলসে যায় ।
    ৪) ফ্যাব্রিকটিতে এমন কোন লবণ থাকা উচিত নয় যেটা উত্তপ্ত হলে এসিড নিঃসরণ করতে পারে। এর ফলে ফ্যাব্রিকের ক্ষতি হয় ।
    ৫) অসম সিনিজিং ফ্যাব্রিকের উজ্জলতা কমিয়া দেয় বিধায় এই দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে ।

    📝Writer:

    Tanjidur Rahman Sakib
    Department of Apparel Engineering
    Sheikh Kamal Textile Engineering College
    Campus Ambassador (Textile Engineers).

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments