আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে WUB

0
312
টাইমস হায়ার এডুকেশন এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ম্যাট্রিক্স ব্যবহার করে তৈরি করা হয়েছে র‍্যাঙ্কিংয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা।

এবারের র‍্যাঙ্কিংয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আছে ৩০০-৪০০ এর মধ্যে। ৪০০ থেকে ৬০০ এর মধ্যে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এ ছাড়া, এবারের র‍্যাঙ্কিং এ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির নাম আছে ৬০০ এর পরের তালিকায়।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সংস্থা টাইমস হায়ার এডুকেশন গত ২২ এপ্রিল দ্বিতীয়বারের মতো তাদের র‍্যাঙ্কিংয়ের এই তালিকা প্রকাশ করে। গত বছর সংস্থাটির প্রথম তালিকায় ড্যাফোডিল ইউনিভার্সিটি ছিল ২০০ থেকে ৩০০ এর মধ্যে। আর, ৩০০ এর পরে ছিল ওয়ার্ল্ড ইউনিভার্সিটির নাম।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাব বিবেচনা করে এই তালিকা করা হয়। তিনটি বিস্তৃত ক্ষেত্র সূচক–গবেষণা, প্রচার ও বিশ্ববিদ্যালয়গুলোর অর্জন তুলনা করে স্থান দেওয়া হয় তালিকায়।

Source: The Daily Star

Writer information:
A. Rouf Ahmmad (Eshan)
Campus Ambassador
টেক্সটাইল ইঞ্জিনিয়ারস
Department of Textile
World University of Bangladesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here