একইসঙ্গে দুই দেশে লাইভস্ট্রীম আয়োজিত নিটার এবং টিআইইউ হাল্ট প্যানেলের,”এল হাল্টিকো”

0
273

ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ(নিটার) এবং টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(টিআইইউ)হাল্ট প্রাইজ অরগানাইজেশনাল কমিটি ২০২০-২০২১ যৌথভাবে একটি অনুষ্ঠান সরাসরি তাদের অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করে ১৯শে ডিসেম্বর যার নাম ছিলো,”এল হাল্টিকো”।

সূত্র হতে আরো বিস্তারিত যুক্ত হলো যে,”এল হাল্টিকো” মূলত একটি গ্লোবাল সিরিজ, যেখানে বিভিন্ন দেশের সাথে যৌথভাবে একটি কমিউনিটি প্ল্যাটফর্ম বানানোর ভিত্তি হিসেবে এবং আগামীতে যাতে আরো ব্যাপকভাবে হাল্ট প্রাইজ আয়োজিত হয় এই স্বার্থেই রয়েছে এর মূল উৎস।

নিটার হাল্ট প্রাইজ অরগানাইজেশনাল কমিটি কতৃর্ক অনুষ্ঠিত ‘এল হাল্টিকো’তে, ৩০মিনিটের এই সেশনকে ৩টি রাউন্ডে বিভক্ত করা যায়,ওয়ার্ম আপ,পাবলিক ডিমান্ড এবং আস্কিং রাউন্ড।বর্তমান পরিচালক আমাদের আরো জানান,হাল্ট প্রাইজে যুক্ত হবার পর থেকেই বিভিন্ন দেশের অসাধারণ কিছু ব্যাক্তিত্বের সাথে যোগাযোগ করতে তিনি সক্ষম হয়েছেন যার মধ্যে সাব্রিনা(টিআইইউ ক্যাম্পাস ডিরেক্টর) একজন পরিশ্রমী এবং মেধাবী পরিচালক।তিনি এ আশাও ব্যাক্ত করেন এই সেশনের মাধ্যমে আমাদের দুই ক্যাম্পাসের বন্ধন আরো দৃঢ় হবে।

গত ১৯শে ডিসেম্বর রাত ৭টায় ঢাকা সময় এবং ৮টায় এশিয়া সময়ে সরাসরি স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে ফেসবুক পেজে
(https://www.facebook.com/hultniter) -অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here