Thursday, June 13, 2024
More
  HomeCampus Newsএটিএন বাংলা আন্ত:বিশ্ববিদ্যালয় ডিবেট: বিইউএফটির ও ড্যাফোডিল যৌথ ভাবে চ্যাম্পিয়ন

  এটিএন বাংলা আন্ত:বিশ্ববিদ্যালয় ডিবেট: বিইউএফটির ও ড্যাফোডিল যৌথ ভাবে চ্যাম্পিয়ন

  হাসিবুল হাসান , বিইউএফটি সংবাদদাতা :

  গত ২৩শে আগস্ট রোজ শুক্রবার এটিএন বাংলা আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উক্ত প্রতিযোগিতায় CC সাথে যৌথ ভাবে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়।

  প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম,MP। বিতর্ক এর বিষয় ছিল “শুধু সরকারি প্রচেষ্টা নয়, জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে” উক্ত প্রতিযোগিতার ফলাফল শেষে বিইউএফটির একজন মুখপাত্র জানিয়েছেন ফলাফল যাই হোক না কেন আমরা প্রচুর ভালোবাসা, প্রশংসা এবং অভিজ্ঞতা লাভ করেছি।

  তিনি আরও বলেন “আমরা মনে করি বিইউএফটি ডিবেট ক্লাব আমাদের জন্য গর্বিত এবং আমাদের দর্শক হতাশ নয়।প্রতিপক্ষের পাশাপাশি আমরাও ভালো করেছি।তবে ফলাফল দেখে হতাশ আমরা।” পরিশেষে তিনি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

  RELATED ARTICLES

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  - Advertisment -

  Most Popular

  Recent Comments