জাতীয় বস্ত্র দিবস ২০১৯ উদযাপিত

0
532

মোঃ তানভীর হোসেন সরকার,নিজস্ব প্রতিবেদক।।

“বস্ত্রখাতে বিশ্বায়ন,টেকসই উন্নয়ন “-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রথম বারের মতো পালিত হলো জাতীয় বস্ত্র দিবস ২০১৯।

এ উপলক্ষে সকাল ৮ ঘটিকায় রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউ তে আলোচনা সভা ও বস্ত্রখাতের সকল আংশীজনের সমঞ্চয়ে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতিক এমপি, বস্ত্র ও পাটসচিব লোকমান হোসেন মিয়া সহ বস্ত্র খাতের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।


বিশেষ ভাবে উল্লেখ্য যে ক্যান্টিনজেন্ট নাম্বার ৪ এ ছিল বিটিএমএ এবং জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইনস্টিটিউট(নিটারের)
শিক্ষার্থীরা। র্যালিটি মানিক মিয়া এ্যাভিনিউ থেকে শুরু হয়ে খামাড়বাড়ি ঘুরে আড়ং হয়ে পুনরায় মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়।

আগামী ৯ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে ঢাকায়, বস্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here