জাতীয় রক্তদাতা দিবস

0
878

আজ ২রা নভেম্বর,
জাতীয় রক্তদাতা দিবস।

“একের রক্তে অন্যের প্রাণ,
রক্ত দিন জীবন বাঁচান।”

এই স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর একমাত্র স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন বিএইচবি ব্লাড ডোনারস ইউনিট কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সে সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁত বোর্ডের সিনিয়র ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার গোলজার হোসাঈন স্যার সহ ইঞ্জিনিয়ার পল্লব মন্ডল স্যার এছাড়াও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সম্মানিত শিক্ষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ স্যার ও ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মাসুম স্যার উপস্থিত ছিলেন।


র‍্যালি শেষে আলোচনা সভায় বিএইচবি ব্লাড ডোনারস ইউনিটের কার্যক্রম কে আরো বেগবান করার লক্ষে শিক্ষকগণ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
স্থানঃ বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, সাহেপ্রতাপ, নরসিংদী।

মাহফুজ হাসান সাকিব
৮ম ব্যাচ
বাতাঁশিপ্রই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here