Monday, November 24, 2025
Magazine
HomeJuteজুট ইয়ার্ন ম্যানুফেকচারিং প্রসেস এর বিস্তারিত

জুট ইয়ার্ন ম্যানুফেকচারিং প্রসেস এর বিস্তারিত

জুট বা পাট বাংলাদেশ সোনালী আঁশ।কিন্তু আমরা এর সম্পর্কে কতটুক ই বা জানি??
বা কি ভাবে এটি প্রসেস করে আমাদের সামনে পাট পণ্য হাজির হয় তা কি জানি?

তো,চলুন জেনে নেওয়া যাক আজকের এই ব্লগ থেকে জুট ও এর ম্যানুফ্যকাচারিং প্রসেস সম্পর্কে।

পাট হলো লিগনু সেলুজজিক বাস্ট ফাইবার বা আঁশ যুক্ত ফাইবার।

মূলত জুট ফ্যাক্টরিতে সাত টি ধাপে জুট ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করা হয়।

১.Selection of Jute Batch:
প্রথম ধাপ এটি। প্রথমে আমরা বিভিন্ন রকমের ভিন্ন টাইপের জুট এক সাথে ব্লেন্ড করা হয় এটিকে ব্যাচিং বলা হয়।আর যে টাইপের জুট প্রসেসিং করবো তার জন্য ঐ ধরনের ব্যাচ ই সিলেকশন করতে হয়।

২.Piccing Up:
ব্যাচ থেকে ১-২পাউন্ড করে করে জুট নিয়ে মোরা তৈরি করা হয় এই ধাপে।

৩.Softening & Lubricanting:

আগেই বলা হয়েছে পাট হলো বাস্ট বা আঁশ যুক্ত ফাইবার।তো এটিকে এর রুক্ষতা দূর না করলে আমরা কাঙ্খিত প্রোডাক্ট পাব না, জুট ইয়ার্ণ পাব না।তাই এই ধাপে ইমালসন স্প্রে করে এটিকে স্ফট করা হয়।
ইমাসন এ থাকে পানি,(৭৩%) তেল (২৫.৪%)ও ইমালসিফায়ার(১.৬%)

৪.Pilling and Conditioning :

ইমালসন স্পে করার পর এটিকে ৩৬-৭২ ঘন্টা রেখে দেওয়া হয় কন্ডিশনিং এর জন্য।এই সময় ইমালসন মিক্সার ভালো করে পাটের সাথে মিশে যায়।

.Carding:
স্পিনিং এর হার্ড হলো স্পিনিং।কটন স্পিনিং এক ধাপে করা হলেও জুট স্পিনিং ২ ধাপে করা হয়।১.ব্রেকার কার্ডিং ২.ফিনিশার কার্ডিং।

৬.Drawing & Doubling
কার্ডিং এর পরের ধাপ এটি।৩ টি ড্র ফ্রেম থাকে।
1st draw frame: ১০০ গজে ৬-১০ পাউন্ড
2nd draw Frame :১০০ গজে ৪-৬ পাউন্ড
3rd draw frame:১০০ গজে ১-১.৭৫ পাউন্ড

৭.Jute Spinning:
ড্র ফ্রেম থেকে প্রাপ্ত জুট ইয়ার্ন কে স্পিনিং প্রসেসের মাধ্যমে রবিং রিং ফ্রেম এবং ববিন হয়ে জুট ইয়ার্ণ পাই।জুট ইয়ার্ণ প্রসেসের সর্বশেষ ধাপ এটি।

উপরিউক্ত ধাপগুলো সম্পন্ন করে আমরা জুট ইয়ার্ন পাই।।
পরবর্তীতে বায়ার এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ঐ ইয়ার্ন দিয়ে ভিনিন্ন প্রোডাক্ট তৈরি করি এবং বাজারজাত করণ করা হয়।

Writer Info:

Md.Tanvir Hossain Sarker

Department of Textile Engineering
National Institute of Textile Engineering and Research
E-mail:[email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related News

- Advertisment -

Most Viewed