Monday, December 2, 2024
Magazine
More
    HomeCampus Newsটেক্সটাইল শিক্ষার্থীদের জন্য Resume Writing Webinar আয়োজন করেছে সিটেক ক্যারিয়ার ক্লাব"

    টেক্সটাইল শিক্ষার্থীদের জন্য Resume Writing Webinar আয়োজন করেছে সিটেক ক্যারিয়ার ক্লাব”

    গত ৮ ই জানুয়ারী, ২০২২ তারিখে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম এর ক্যারিয়ার কনসাল্টিং প্লাটফর্ম CTEC CAREER CLUB কর্তৃক “Resume Writing for Freshers” শীর্ষক একটি ওয়েভিনার আয়োজন করা
    হয়।

    উক্ত ওয়েভিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ইঞ্জিনিয়ার মোঃ আলী আজম রোকন স্যার।

    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর’স সেক্রেটারিয়েট জনাব মোহাম্মদ জাকারিয়া ।

    ওয়েভিনারের Key Note Speaker হিসেবে ছিলেন সিটেক এলামনাই এসোসিয়েশন “the Ctexians” এর সভাপতি ও ZXY International এর সিনিয়র মার্চেন্ডাইজার জনাব জাহিদুল হক চৌধুরী ।

    প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন ZXY International এর মার্চেন্ডাইজার জনাব মোঃ রিয়াদ আরেফীন ।

    ওয়েভিনার সঞ্চালনা করেন সিটেক ক্যারিয়ার ক্লাবের সভাপতি নাজিম উদ্দিন ।

    চট্টগ্রাম টেক্সটাইলসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন প্রফেশনাল ব্যক্তিবর্গ উক্ত ওয়েভিনারে অংশ নেন।

    অত্র কলেজের অধ্যক্ষ জনাব ইঞ্জিনিয়ার মোঃ আলী আজম রোকন স্যারের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্টানটি শুরু হয়।

    এর পর একে একে বক্তারা তাদের মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । বক্তারা শিক্ষার্থীদের সাথে CV ও Resume এর পার্থ্যক্য থেকে শুরু করে ” Professional Resume বিষয়ক সকল সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়েই আলোকপাত করেন ।

    ব্যক্তিগত জীবনের যেকোনো প্রয়োজনে কিংবা কর্পোরেট সেক্টরে ক্যারিয়ার গড়তে একটি মানসম্মত Resume কতটা আবশ্যক তা উপলব্ধি করে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকেই প্রস্তুত করতে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সিটেক ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট নাজিম উদ্দিন।

    শিক্ষার্থীদের আগ্রহকে স্বাগত জানিয়েছেন অধ্যক্ষসহ অত্র কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

    এছাড়াও উক্ত ওয়েভিনারে ক্যারিয়ার রিলেটেড অনেক দিকনির্দেশনাও প্রদান করা হয় । চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলো হাজারও Resume এর মাঝে কিভাবে তারা যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করেন, তা নিয়ে অতিথিরা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। হাতে কলমে Resume লিখানোর মাধ্যমে ওয়েভিনারটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে, যার মাধ্যমে শিক্ষার্থীরা Resume লিখা সম্পর্কে পূর্নাঙ্গ ধারণা পায় ।

    দীর্ঘ তিন ঘন্টাব্যাপী আয়োজিত উক্ত ওয়েভিনারে সর্বশেষে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

    সমাপনী অংশে উপস্থিত শিক্ষকদের মধ্য থেকে সিটেক ক্যারিয়ার ক্লাবের মডারেটর এবং অত্র কলেজের প্রভাষক জনাব ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম এর বক্তব্যের মধ্য দিয়ে ওয়েভিনারটি সমাপ্তি ঘটে।

    লিখা: ইয়াসির আরাফাত রিমন,

    জয়েন্ট সেক্রেটারি, সিটেক ক্যারিয়ার ক্লাব

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed