ডমটেক শিক্ষার্থীর সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান

0
781

আজকে আপনাদের কাছে মোঃ শাহরিয়ার পারভেজ ভাই এর কথা বলবো। তিনি ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ছিলেন। তিনি ৮৪ তম বিএমএ লং কোর্সের চুড়ান্ত বাছাই পর্ব সফলতার সাথে অতিক্রম করে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করার জন্য নির্বাচিত হন। ক্যাম্পাসের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে তিনি ছিলেন প্রাণবন্ত এক চরিত্র। ক্যাম্পাসের সকল ধরনের কার্যকলাপ তথা পড়াশুনা, সাংস্কৃতিক কর্মকান্ড,খেলাধুলা, সহশিক্ষা বিষয়ক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহন ছিল সর্বদা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেশসেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে তিনি বদ্ধপরিকর।

শাহরিয়ার TextileEngineers.org কে বলেন, ডমটেক আরেকটি পরিবারের নাম।যেখানে সকলের আন্তরিকতা, বন্ধুত্ব শুধুমাত্র গেলেই বোঝা সম্ভব। জীবনের সেরা কিছু মূহুর্ত কাটানো এবং স্মৃতিময় ক্যাম্পাসের নাম ডমটেক।প্রাণের ক্যাম্পাসের প্রতিটি জায়গা স্মৃতিতে অম্লান।

ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিবার সর্বদা তার সুস্থতা,সফলতা ও দীর্ঘায়ু কামনা করে।

নামঃ শাহরিয়ার পারভেজ ইয়ার্ন ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (প্রথম ব্যাচ)
ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ, পীরগন্জ, রংপুর। আন্তঃবাহিনী পরিষদ কর্তৃক মনোনীত।

বোর্ডঃ ২১৯৮, তারিখঃ ২৩ জানুয়ারী, ২০২০.
বাহিনীর নামঃবাংলাদেশ সেনাবাহিনী।

নিজস্ব প্রতিবেদক:
মোঃ রশিদ
ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ।
পীরগন্জ, রংপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here