ডুয়েটে প্রতিষ্ঠা হলো “ডুয়েট টেক্সটাইল ক্যারিয়ার এবং রিসার্চ ক্লাব”

0
1299




মোঃ আব্দুল হামিদ। ক্যাম্পাস প্রতিনিধি
শিক্ষার্থীরা সিলেবাসভুক্ত পড়াশোনার বাইরে যেন বিভিন্ন বিষয়ে দক্ষ এবং কেরিয়ার ও রিসার্চ বিষয়ে পরিপূর্ণ ধারণা যেন পায় সে উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (ডুয়েট) এ প্রতিষ্ঠা হলো “ডুয়েট টেক্সটাইল কেরিয়ার এবং রিসার্চ ক্লাব”

ক্লাবটির উদ্বোধন ঘোষণা করেন টেক্সটাইল ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আব্দুস শাহিদ।
কেক কাটার মধ্য দিয়ে ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ।



এই ক্লাব উদ্বোধনের মাধ্যমে ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা কেরিয়ার এবং রিসার্চ এর জন্য কি কি বিষয় জরুরি তার পর্যাপ্ত ধারণা পাবে এমনটাই ধারণা করছেন উক্ত ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান এবং এই ক্লাবের বিষয়ে যাবতীয় সাহায্য সহযোগিতার কথা তুলে ধরেন তার বক্তব্যে ।

ক্লাবটির উদ্বোধন উপলক্ষে একটি সেমিনার এর আয়োজন করা হয় , সেমিনারের বিষয় ছিল টেক্সটাইল বিষয়ে বিভিন্ন দেশে উচ্চতর শিক্ষা লাভের উপায় ও করণীয়।




সেমিনারকে প্রাণবন্ত করে তোলেন ড.শাহজালাল খন্দকার (PhD. Kyushu University, Japan) এবং ড. ফরকান সরকার (PhD. University of Manchester, UK)
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেক্সটাইল বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

মোঃ আব্দুল হামিদ।
ক্যাম্পাস প্রতিনিধি,
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here