Wednesday, September 11, 2024
More
    Homeনারীর পূর্ণতা দানে তুলি/ব্রাশ নিয়ে কিছু কথা

    নারীর পূর্ণতা দানে তুলি/ব্রাশ নিয়ে কিছু কথা

    কবির চোখে এই ধরণীর আপন হাতে নিপুন ভাবে সৃষ্ট দুটি প্রেমের জায়গার একটি হলো প্রকৃতি আর এক হলো নারী। তাই কবিরা বার বার এই প্রকৃতি আর নারীর প্রেমে নিজেদের বিলীন করে নারী আর প্রকৃতির অপার সৌন্দর্যের কথা অবলীলায় তাদের কবিতায় তুলে ধরেছেন। প্রকৃতির সৌন্দর্য  ঠিক তখনি ফুটে ওঠে যখন কিনা তাতে সতেজতার ছোঁয়া লাগে, যখন কিনা প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে তার সমস্ত উপাদানের পূর্নতার সমাহারকে একত্রিত করে। ঠিক তেমনি ভাবে নারীর এক অজানা মায়াবী রূপ পূর্ণতার ছোঁয়া পায় মেকআপ ব্রাশ/তুলির স্পর্শে।

    নারী মানেই অনুপ্রেরণা, নারী মানেই মুগ্ধতার অনুভূতি, নারী মানেই ঘুরে দাঁড়ানোর প্রেরনা আর নারী মানেই পূর্ণতা। আর এই নারীই যখন সেজে ওঠে তার নিজ রূপে, পৃথিবীর সমস্ত সৌন্দর্য্য কুর্ণিশ করতে বাধ্য হয় তার কাছে। নারীর সৌন্দর্যকে ফুটিয়ে তোলে যেসব সাজ সরঞ্জাম তার মাঝে মেকআপ ব্রাশ এর ব্যবহার অত্যন্ত বেশি ।এই ব্রাশ /তুলি সম্পর্কে কিছু ধারনা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হলঃ

    মেয়েরা প্রায় সবাই কমবেশি মেকআপ করে থাকে। মেকআপ ব্রাশ হচ্ছে মেয়েদের সাজগোজের অত্যন্ত প্রয়োজনীয় একটি সরঞ্জাম। মেকআপ বা ফেস পেইন্টিং এর জন্য মেকআপ ব্রাশ খুবই প্রয়োজনীয়। ত্বকে ভালোভাবে  মেকআপ ব্লেন্ডিং এর জন্য মেকআপ ব্রাশ এর ব্যবহার অতুলনীয়। মেকআপ ব্রাশের যে soft অংশের মাধ্যমে মেকআপ করা হয় তা bristles নামে পরিচিত।  মুখের যে সকল অঞ্চলে মেকআপ প্রয়োগ করা হবে , প্রসাধনী পণ্য এবং কাঙ্ক্ষিত ফলাফলের উপর নির্ভর করে বিভিন্ন আকৃতির মেকআপ ব্রাশ রয়েছে। bristles এর প্রকারভেদে ২ ধরনের মেকআপ ব্রাশ হয়ে থাকে: প্রাকৃতিক মেকআপ ব্রাশ এবং সিন্থেটিক মেকআপ ব্রাশ।

    ⬛ প্রাকৃতিক মেকআপ ব্রাশ :
    প্রাকৃতিক মেকআপ ব্রাশগুলো বিভিন্ন পশুর লোম (যেমন : কাঠবিড়ালি, ছাগল, ঘোড়া, শূকর ,weasel ) থেকে তৈরি করা হয়। এই ব্রাশগুলো খুবই নরম ও তুলতুলে হয় এবং ত্বকের জন্য আরামদায়ক হয়। আইশ্যাডো, ব্লাশার, ব্রোঞ্জার, হাইলাইটার সেট করার জন্য এ ধরণের ব্রাশগুলো দুর্দান্ত। প্রাকৃতিক ব্রাশগুলোর শোষণক্ষমতা অনেক বেশি, তাই এগুলো পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য। পাউডার জাতীয় পণ্যগুলোর জন্য এ ব্রাশগুলো অধিক কার্যকরী এবং এগুলো ব্লেন্ডিং এর জন্য মসৃণ ফিনিশিং দেয়।

    ⬛সিন্থেটিক মেকআপ ব্রাশ :
    সিন্থেটিক ব্রাশগুলোতে নাইলন, পলিয়েস্টার বা অন্যান্য সিন্থেটিক উপকরণের bristles থাকে। এগুলো ক্রিমজাতীয় বা তরল পণ্য যেমন : ফাউন্ডেশন, কনসিলার, আইলাইনার, লিপস্টিকের জন্য আদর্শ হয়ে থাকে। সিন্থেটিক মেকআপ ব্রাশগুলোর শোষণক্ষমতা কম, সহজেই পরিষ্কার করা যায় এবং এগুলো দীর্ঘদিন ব্যবহারোপযোগী।

    ⬛ত্বকের অঞ্চলের ভিত্তিতে মেকআপ ব্রাশের ভিন্নতা রয়েছে।

    ১.Face

    ২.Eyes

    ৩.Lips

    🔲Face :

    ◾ফাউন্ডেশন ব্রাশ : লম্বা এবং সমতল bristles যুক্ত I

    ◾পাউডার ব্রাশ : তুলতুলে bristles যুক্ত , নরম এবং বৃত্তকার I

    ◾ব্লাশ ব্রাশ : সূক্ষ্ম bristles যুক্তএবং মাথা গোলাকার I

    ◾ফ্যান ব্রাশ : সাধারণত প্রাকৃতিক ফাইবার গুলো দিয়ে তৈরী হয় I  এই ব্রাশগুলো হাইলাইটার প্রয়োগের জন্য ব্যবহৃত হয় I

    ◾ব্রোঞ্জার ব্রাশ : প্রাকৃতিক bristles দিয়ে তৈরী এবং আকারে fluffy হয় I ত্বকে ব্রোঞ্জার প্রয়োগের জন্য ব্যবহৃত হয় , তবে কেউ চাইলে এই ব্রাশের মাধ্যমে ফেস পাউডারও দিতে পারবে।

    ◾কনসিলার ব্রাশ : নরম এবং সমতল।

    ◾কাবুকি ব্রাশ : এটি ২ ধরণের রয়েছে।  ফ্লাট শীর্ষ এবং কোণযুক্ত। ক্রিম জাতীয় পণ্যের জন্য এই ব্রাশ গুলো ব্যবহার করা হয় এবং ত্বকে সম্পূর্ণ কভারেজ সরবরাহ করে।

    ◾মিনারেল পাউডার ব্রাশ : ঘন ও
    বৃত্তাকার।

    ◾Face contour brush : গোলাকার।

    ◾ফেস স্পঞ্জ : বিভিন্ন আকৃতির হয়।

    ◾হাইলাইটার ব্রাশ : প্রাকৃতিক bristles দিয়ে তৈরি এবং আকারে ছোট।

    ◾ব্লেন্ডিং ব্রাশ : প্রাকৃতিক bristles দিয়ে তৈরি , fluffy। প্রাকৃতিক তন্তু গুলোর কারণে এটি পাউডার পণ্য গুলোর সাথে ভালো কাজ করে।

    ◾Duo-fiber multiple brush : ফ্লাট এবং বৃত্তাকার হয়ে থাকে।

    🔲Eyes :

    ◾আইশ্যাডো ব্রাশ : বিভিন্ন ধরণের আইশ্যাডো ব্রাশ রয়েছে।

    ✅ফ্ল্যাট শেডার আই ব্রাশ : এই ব্রাশগুলো সিন্থেটিক অথবা প্রাকৃতিক উভয় ধরনের ফাইবার দিয়ে তৈরি করা হয় এবং আকারে সমতল।

    ✅Angled শেডার ব্রাশ : প্রাকৃতিক তন্তু থেকে তৈরি এবং কোণাকৃতি।

    ✅Fluffy ব্লেন্ডিং ব্রাশ : সাধারণত প্রাকৃতিক bristles দিয়ে তৈরি করা হয়।

    ✅ক্রিজ ব্রাশ : এর আকৃতি ছোট, সিন্থেটিক বা প্রাকৃতিক bristles দিয়ে তৈরি করা যায়।

    ✅পেন্সিল ব্রাশ : প্রাকৃতিক ফাইবার দিয়ে তৈরি।

    ◾পয়েন্টেড আই লাইনার ব্রাশ : সিন্থেটিক ফাইবার দিয়ে তৈরি হয়।

    ◾Smudger ব্রাশ : এই ব্রাশগুলো প্রাকৃতিক bristles দিয়ে তৈরি, ক্রিম জাতীয় পণ্যের সাথে ব্যবহার করা হয়।

    ◾আইব্রো ব্রাশ : চিকন, শক্ত bristles এর সাথে দীর্ঘ।

    ◾Duo brow brush : সাধারণত সিন্থেটিক bristles ব্যবহার করে তৈরি করা হয়।

    🔲Lips :

    ◾লিপ লাইনার ব্রাশ

    ◾লিপ ব্রাশ

    ◾লিপ গ্লস ব্রাশ

    ⬛হেয়ার ব্রাশ : হেয়ার ব্রাশ দিয়ে ব্রাশিংয়ের মাধ্যমে সোজা চুল সাধারণত মসৃণ দেখায় , কোকড়ানো চুলগুলো শুকনো অবস্থায় ব্রাশ করলে প্রসারিত হয়। হেয়ার ব্রাশ তৈরিতে বিভিন্ন ধরনের ফাইবার ব্যবহৃত হয়। যেমনঃ নাইলন, ঘোড়ার লোম, শুকরের লোম, ছাগলের লোম প্রভৃতি।

    বিভিন্ন ধরণের হেয়ার ব্রাশ হয়ে থাকে :

    ◾Round brush

    ◾Vent brush

    ◾Cushion brush

    ◾Paddle brush

    ◾Datangler brush

    ◾Boar bristles brush

    Writer:
    Abida Ferdousi
    Department Of Textile Engineering
    BGMEA University of Fashion & Technology
    Batch:201 

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments