Friday, March 29, 2024
More
    HomeCampus Newsনিটারে উৎযাপিত হলো "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"

    নিটারে উৎযাপিত হলো “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”

    নিজস্ব প্রতিবেদক,

    সালাম-রফিক-বরকতের রক্তের বিনিময়ে অর্জিত এই “ভাষা” উৎযাপনে কে অংশগ্রহন করতে না চায়? রাত ১২ টা বাজার সাথে সাথেই ঐতিহ্যগতভাবেই উদযাপিত হয় সারাদেশে। উৎযাপন থেকে বাদ যায়নি “জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনন্সিটিউট (নিটার)”।

    রাত ১২ টায় নিটারের প্রক্টেরের নেতৃত্বে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় “মাতৃভাষা দিবস” উৎযাপনের। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিটারের কেমেস্ট্রি ডিপার্মেন্টের অন্যতম জনপ্রিয় শিক্ষক নয়ন কুমার কুন্ড।ফুল সমার্পনে উপস্থিত ছিল নিটারের ৭ম,৮ম ও ৯ম ব্যাচের শিক্ষার্থীরা।

    ফুল সমার্পনের পরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান-নাচে ভরপুর অনুষ্ঠানটাকে মাতিয়ে রেখেছে নিটারের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপস্থিতিও চোঁখে পড়ার মতো ছিলো। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    ছবি সংগ্রহে -নিটার ফ্লিম এন্ড ফটোগ্রাফি সোটাইটি

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments