Tuesday, April 23, 2024
More
    HomeLife Style & Fashionবস্ত্রের অলংকার যখন ডাইং প্রসেস

    বস্ত্রের অলংকার যখন ডাইং প্রসেস

    রং যা সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি। প্রকৃতির প্রতিটি উপাদানে মিশে আছে সাতটি রং। সাতটি রং একসাথে আসহবেনীকলা যা আকাশের বুকে এক পশলা বৃষ্টির পর সূর্যের কিরণে আবির্ভূত হয় রংধনু হিসেবে। তাইতো ধরিত্রীর প্রকৃতি এতো রঙিন, এতো সুন্দর। হৃদয়কে করে বিমোহিত একেকটি রং। প্রকৃতি যেমন রঙিন, প্রকৃতির রঙ মানবজীবনকেও করেছে রঙিন। সেই রঙের ছোঁয়া লেগেছে টেক্সটাইলেও। ডায়িং হচ্ছে এই টেক্সটাইল শিল্পকে রং এর ছোঁয়ায় রঙিন করার পদ্ধতি।

    ডাইং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে টেক্সটাইল দ্রব্যসমূহকে রঙ করে সৌন্দর্য্য বর্ধন করা হয় । টেক্সটাইল ফাইবার, সুতা, ফেব্রিক এবং পোশাকসহ একটি সমাপ্ত টেক্সটাইল পণ্য তৈরির যে কোনো পর্যায়ে ডাইং করা যায়। ডাইং সাধারণত রং ও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক ডাইং সম্পর্কে খুঁটিনাটি তথ্য:

    ♦️বাণিজ্যিক ডাইং প্রক্রিয়াগুলোর প্রকারভেদ:

    ▪️Direct Dyeing
    ▪️Stock Dyeing
    ▪️Top Dyeing
    ▪️Yarn Dyeing
    ▪️Skein Dyeing
    ▪️Package Dyeing
    ▪️Warp Beam Dyeing
    ▪️Garment Dyeing

    ♦️ ডাইংয়ের পদ্ধতিসমূহ:

    ◽Bale Dyeing
    ◽Batik Dyeing
    ◽Beam Dyeing
    ◽Burl or speak Dyeing
    ◽Chain Dyeing
    ◽Cross Dyeing
    ◽Jig Dyeing
    ◽Piece Dyeing
    ◽Random Dyeing
    ◽Raw Stock Dyeing
    ◽Solution Dyeing
    ◽Yarn dyed

    ♦️ডাইং প্রক্রিয়া:
    ডাইংয়ের জন্য ফাইবার একটি জলীয় দ্রবণে সঞ্চালিত হয়, যা dye liqor বা dye bath নামে পরিচিত। প্রকৃত ডাইংয়ের জন্য ফেব্রিকের coloration এবং absorption গুরুত্বপূর্ণ নির্ধারক।

    ◾Coloration: ডাইংয়ের জন্য coloration তুলনামূলকভাবে স্থায়ী হতে হবে, যাতে কাপড় ধোঁয়ার সময় রং না উঠে এবং আলোর সংস্পর্শে রং দ্রুত ম্লান না হয়ে যায়।

    ◾Absorption:
    ফাইবারের সাথে ডাই অণু সংযুক্তির প্রক্রিয়াই হলো absorption। চার ধরনের বল রয়েছে যার দ্বারা রঙিন অণুগুলো ফাইবারের সাথে আবদ্ধ থাকে।

    *Lonic Force
    *Hydrogen bonding
    *Vander Wal’s forces &
    *Covalent chemical linkages

    ♦️ডায়িং মেশিনারিজ:
    মূলত, ডাইং মেশিনগুলিকে চার ধরণের শ্রেণিতে বিভক্ত করা যায়-

    1.Fabric Dyeing Machine

    2.Lab Dyeing Machine

    3.Yarn Dyeing Machine

    4.Fiber Dyeing Machine

    1.Fabric Dyeing Machine

    🔸Jet Dyeing Machine:
    প্রধানত পলিয়েস্টার ফেব্রিক ডাইংয়ের জন্য ব্যবহৃত হয়।

    🔸Winch Dyeing Machine:
    এটি সব ধরনের ফেব্রিকের জন্য ব্যবহৃত হয়।

    🔸Beam Dyeing Machine:
    সাধারণত অটোমোটিভ ফেব্রিক, nylon ballutes tricots এবং অ্যাসিটেট ফেব্রিকের জন্য এই মেশিনটি ব্যবহৃত হয়।

    🔸Jigger Dyeing Machine:
    এটি মূলত ওভেন ফেব্রিক যেমন taffeta, পপলিন, স্যাটিন এবং প্লেইন ওভেন ফেব্রিকের জন্য ব্যবহৃত হয়।

    🔸Solvent Dyeing Machine:
    প্রধানত পলিয়েস্টার ডাইংয়ের জন্য ব্যবহৃত হয়।

    🔸Padded Mangle Dyeing Machine:
    সেলুলোজিক এবং ম্যানমেইড তন্তু উভয়ের জন্য ব্যবহৃত হয়।

    2.Lab Dyeing Machine

    🔹IR Beaker Dyeing Machine:
    সব ধরনের ফেব্রিক এবং সুতার জন্য এই মেশিনটি ব্যবহৃত হয়।

    🔹Jigger Lab Dyeing Machine:
    এটি সব ধরনের ফেব্রিকের জন্য ব্যবহৃত হয়।

    🔹Oscillating Lab Dyeing Machine:
    সব ধরনের ফেব্রিক এবং সুতার জন্য ব্যবহৃত হয়।

    3.Yarn Dyeing Machine

    🔸Pachage/Cop/Cheese Dyeing Machine:
    যেকোনো ধরনের সুতা এই মেশিনের সাহায্যে ডাইং করা যায়।

    🔸Hank Dyeing Machine:
    প্রায় প্রতিটি ধরনের ডাইয়ের ক্ষেত্রে এই মেশিনটি ব্যবহার করা যায়।

    🔸Warp Dyeing Machine:
    শুধুমাত্র কটন ফেব্রিকের জন্য ব্যবহৃত হয়, বিশেষত ডেনিম উৎপাদনের জন্য।

    4.Fiber Dyeing Machine

    🔹Continuous Loose Stock Dyeing Machine:
    মেশিনটি কটন এবং উল ফাইবারের জন্য ব্যবহৃত হয়।

    🔹Discontinuous Loose Stock Dyeing Machine:
    কটন এবং উল ফাইবারের জন্য ব্যবহৃত হয়।

    ♦️ ডাইংয়ের জন্য ব্যবহৃত কেমিক্যালসমূহ:

    টেক্সটাইল ডাইংয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়।

    ◾Basic chemicals:

    • Soda ash
    • Hydrochloric
      *Hydrogen peroxide
      *Sulphuric Acid
      *Acetic Acid
      *Formic acid
      *Caustic soda

    Washing agent or soaping agent:

    *Serafast-CRD
    *Kappatex R98
    *Seraperse CSN
    *Crosden LPD
    *ResotexWOP
    *Diypol XLF (For polyester fabric)
    *Jintex WRN

    ◾Detergent and scouring agent:

    • Jintex-GD
    • Felosan RGN
    • Jintex-GS

    ◾Leveling agent:

    *Levelex-P
    *Jinleve leve-RSPL
    *Serabid- MIP
    *Dyapol XLF
    *Lubovin-RG-BD

    ◾Salt:

    *Common Salt
    *Glauber Salt

    ◾Sequestering agent:

    *Resotext 600S
    *Heptol-EMG
    *Heptol-DBL

    ◾Whitening agent:

    *Uvitex2B
    *Uvitex BHV
    *Bluton BBV
    *Tuboblanc col
    *Uvitex BAM
    *Synowhite
    *Hostalux ETBN (For polyester         fabric)

    ◾Fixing agent:

    *Sandofix EC
    *Tinofix-ECO
    *Protefix-DPE-568
    *Jinfix –SR
    *Optifix-EC

    ◾Softener:

    *Cetasaft CS
    *Resomine Supper
    *Acelon
    *Resosoft –XCL
    *Silicon (For Finishing)

    ◾Bleaching agent:

     35 % H2O2

    ◾Reducing agent:

     Hydrose

    ◾Stabilizer:

    *Stabilizer PSLT
    *kappazon H53
    *STAB
    *Tinoclarite CBB

    ◾Enzyme:

    *Tinozyme 44L
    *Rzyme 1000
    *Avozyme CL PLUS
    *Enzyme-B50

    ◾Anticreasing agent:

    *Kappavon CL
    *Biovin 109
    *AC-200
    *Cibafuid – C
    *MFL

    ◾Antifoaming agent:

    *Jintex TPA
    *AV-NO
    * VO
    *Cibaflow-JET

    ◾PH controller:

    *Soda Ash
    *Acid
    *Caustic
    *NeutracidRBT
      (Nonvolatile)

    Information source:
    textiletuts.com,
    acmemills.com,
    www.keycolor.net,
    fibre2fashion.com

    Writer Information:
    Abida Ferdousi
    Department of Textile Engineering
    BGMEA University of Fashion & Technology (BUFT)
    Batch-201

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments