Thursday, December 12, 2024
Magazine
More
    HomeCampus Newsবিইউএফটি ও ওটাগো পলিটেকনিকের শিক্ষা ও গবেষণার সমঝোতা সাক্ষর

    বিইউএফটি ও ওটাগো পলিটেকনিকের শিক্ষা ও গবেষণার সমঝোতা সাক্ষর

    হাসিবুল হাসান সুজন, ক্যাম্পাস প্রতিনিধি :

    BUFT এর আরেকটি নতুন মাইলস্টোন তৈরী হলো ৩০ জুলাই ২০১৯ সালে নিউজিল্যান্ডের Dunedin Polytechnic এর সৌজন্য। বিইউএফটি এবং বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন শিক্ষা কেন্দ্র ওটাগো পলিটেকনিকের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে বিইউএফটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফফর ইউ সিদ্দিক এবং ফিল কের(সিইও, ওটাগো পলিটেকনিক)।

    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী এবং প্রতিষ্ঠাতা সদস্য জনাব টিপু মুন্সী এমপি । আরও ছিলেন বিইউএফটির প্রতিষ্ঠাতা সদস্য জনাব শফিউল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), জনাব মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক রাষ্ট্রপতি( বিজিএমইএ),জনাব এস এম মান্নান, (ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ)

    এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান স্যার এছাড়াও মর্যাদাপূর্ণ এবং আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed