Sunday, October 27, 2024
Magazine
More
    HomeCampus Newsবিজয় দিবসে নিটার এর আয়োজন

    বিজয় দিবসে নিটার এর আয়োজন

    নিজস্ব প্রতিবেদক, ফৌজিয়া জাহান মিতা।

    মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৫ই ডিসেম্বর রোজ বুধবার ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) কর্তৃক আয়োজিত হয়ে গেলো শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

    কুইজের বিষয় ছিলো ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন থেকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ইতিহাস। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় নিটার ৯ম ব্যাচ এর একজন শিক্ষার্থী।

    বিতর্ক প্রতিযোগিতায় বিষয় ছিলো ★★এই সংসদ মনে করে অর্থনৈতিক ও সামাজিক সাম্যই গণতন্ত্রের সাফল্যের পূর্বশর্ত।★★অনুষ্ঠিত হয় নিটার কনফারেন্স রুমে। বিজয়ী হয় সরকারি দল।

    সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ হয় বেশ কয়েকটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক, নাচঁ, গান,আবৃত্তি।

    সর্বশেষ পুরস্কার বিতরনী অনুষ্ঠান এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই আয়োজন।

    এই বিষয় এ জানতে চাওয়া হলে নিটার ১০ম ব্যাচ এর শিক্ষার্থী জাওয়াত আফনান বলেন” আজ আমি বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। এটা সত্যিই অনেক ভালো লাগার বিষয়। আজও স্বাধীনতার অনুপ্রেরণা পাওয়া যায় এসব অনুষ্ঠান থেকে। সকলের উচিত এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed