Wednesday, September 11, 2024
More
    HomeCampus Newsবিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সিটেকে বার্ষিক ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত।

    বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সিটেকে বার্ষিক ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত।

    গত ২৪ জুন,২০২২ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম এর মুসলিম শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে “সিটেক বার্ষিক ইসলামিক কনফারেন্স ২০২২” শীর্ষক এক যুগান্তকারী আয়োজন সম্পন্ন হয়। উক্ত আয়োজনে অত্র কলেজের শিক্ষার্থীরাসহ চট্টগ্রামের বিভিন্ন কলেজ-বিশ্বাবিদ্যালয়ের প্রায় ছয়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

    উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনেন কাশিফুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি মুহিবুল্লাহ।

    প্রধান আলোচক হিসেবে ছিলেন তরুণদের প্রিয়ভাজন বিশিষ্ট ইসলামিক লেখক ও গবেষক ডাঃ শামসুল আরেফীন শক্তি।

    তিনি বর্তমান জাহেলিয়াত ও পাশ্চাত্যের বিপরীতে ইসলামী সভ্যতার শ্রেষ্ঠত্ব প্রমাণে জ্ঞানগর্ভ আলোচনা করেন।

    মূল আয়োজনের পূর্বে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা এবং অনুশীলন হয়।
    পাঁচটি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় অত্র কলেজের তিনশতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

    তন্মধ্যে সীরাতে রাসূল (সাঃ) বিষয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় দু’শতাধিক প্রতিযোগির মধ্যে ১ম স্থান অধিকার করে ১৩তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ হোসাঈন, ২য় স্থানে ১২তম ব্যাচের নাঈমা হান্না এবং ৩য় স্থানে ১৩তম ব্যাচের সাহিদুল ইসলাম চৌধুরী।
    এরপর ক্রমান্বয়ে হাসান মুরাদ, হাবিব উল্লাহ, তুষার, ঈমান, জুনায়েদ, মিনহাজ, রোকন, আবু হায়াত বিজয়ী অবস্থান অর্জন করে।

    কনফারেন্সের প্রতিযোগিতাসমূহের মধ্যে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা ছিলো সবচেয়ে আকর্ষণীয়। ইসলাম ও সমসাময়িক মৌলিক বারোটি বিষয়ে বক্তব্য প্রতিযোগিতা আয়োজিত হয়। এতে যাকাত ভিত্তিক অর্থনীতির গুরুত্ব বিষয়ে বক্তব্য রেখে ১ম স্থান অর্জন করে ১১তম ব্যাচের রাগীব মাহবুব চৌধুরী। ২য় স্থান ও ৩য় স্থানে যথাক্রমে ১৩তম ব্যাচের সাহিদুল ইসলাম এবং আয়াতুল ইসলাম।
    এরপর ক্রমান্বয়ে ইমতিয়াজ উদ্দিন, আনিসুর রহমান, সাইফুল্লাহ, রিপন ও ইসহাক বিজয়ী অবস্থান অর্জন করে।

    কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে ঈমান সরওয়ার, নাজমূর রব্বানী এবং হাসান মুরাদ।

    হামদ-নাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী অবস্থান দখল করে যথাক্রমে মিসবাউল হক, নাজমূর রব্বানী, হাসান মুরাদ, আলী শামীম এবং ফাইয়াজ।

    ছাত্রীদের জন্য স্বতন্ত্রভাবে আয়োজিত মহিলা সাহাবীদের সিরাত নিয়ে প্রবন্ধ লিখা প্রতিযোগিতায় বিজয়ী হয় যথাক্রমে কাজী সাবরিনা, রিফাত জাহান এবং জেবু উদ্দিন।

    প্রতিযোগিতাসমূহে বিচারক হিসেবে আমন্ত্রিত অতিথি, ক্যাম্পাস মসজিদের খতিব এবং অত্র কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    অত্র কলেজের অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ আলী আজম রোকন এর পক্ষে কনফারেন্সের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির উপদেষ্টা এবং অত্র কলেজের প্রভাষক ত্বরিকুল ইসলাম।

    যৌথভাবে কনফারেন্সের সঞ্চালনা করেন ১১তম ব্যাচের নাজিম উদ্দিন এবং ১৩তম ব্যাচের নাজমূর রব্বানী।

    অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও উক্ত আয়োজন স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করে।

    প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতি, শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানার্জন এবং উন্নত নৈতিক চরিত্র গঠনে উক্ত ইসলামিক কনফারেন্স খুবই কার্যকরী ভূমিকা পালন করবে বলে অতিথি এবং বিশিষ্টজনেরা আশাবাদ ব্যক্ত করেন।

    রিপোর্ট প্রস্তুতকরণেঃ নাজিম উদ্দিন, শিক্ষার্থী (১১তম ব্যাচ), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments