Thursday, December 12, 2024
Magazine
More
    HomeDyeingব্লিচিং (Bleaching)

    ব্লিচিং (Bleaching)

    সিরিজ: Pre-treatment of Wet Process (পর্ব-৫)

    ব্লিচিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ফ্যাব্রিকসমূহের প্রাকৃতিক রঙ দূর করা হয় এবং ফ্যাব্রিকসমূহকে চিরস্থায়ী সাদা এবং উজ্জ্বল করে তোলা হয়। প্রাকৃতিক তন্তুসমূহ যেমন তুলা, উল ,লিনেন ইত্যাদি একদম সাদা হয় না কখনোই। এদের মাঝে একতা হলুদাভ ভাব লক্ষ্য করা যায়। এই হলুদের সাথে ডাইং এর সময় যখন অন্যান্য রঙ মিশে তখন তা একটি ভিন্ন শেড গঠন করে যেমন হলুদের সাথে নীল মিশলে তা সবুজ হয়ে যায়। এই সমস্যা দূর করতে ফ্যাব্রিকসমূহকে সাদা হতে হয়। আর তার জন্য ব্লিচিং খুবই গুরুত্বপূর্ণ।

    ✅ উদ্দেশ্যঃ

    ১) ফ্যাব্রিক হতে প্রাকৃতিক রং দূর করা।
    ২) ফ্যাব্রিকের উজ্জলতার মাত্রা বৃদ্ধি করা।
    ৩) সর্বনিম্ন টেন্ডারিং করে তোলা।
    ৪) ডাই এজেন্ট এর প্রতি আকর্ষন বৃদ্ধি করা।
    ৫) ফ্যাব্রিকের শোষন ক্ষমতা বৃদ্ধি করা।
    ৬) ফ্যাব্রিক কে পরবর্তি ধাপের জন্য প্রস্তুত করা।

    ✅ বিভিন্ন প্রকার ব্লিচিং এজেন্টঃ

    ১) অক্সিডেটিভ এজেন্ট (Oxidative Agent)
    ২) রিডিউসিং এজেন্ট (Reducing Agent)
    ৩) এনজাইমেটিক এজেন্ট (Enzymatic Agent)

    ✅ অক্সিডেটিভ এজেন্ট (Oxidative Agent):

    জৈবিক বিক্রিয়া দ্বারা ফ্যাব্রিক থেকে রঙিন উপাদানসমূহ সরিয়ে দেয়, ফ্যাব্রিকটি সাদা এবং উজ্জ্বল করে তোলে এবং শোষণ শক্তি বাড়ানোর জন্য যে রাসায়নিক এজেন্ট ব্যাবহার করা হয় তাদের বলা হয় অক্সিডেটিভ ব্লিচিং এজেন্ট। যেমনঃ O3 , Ca(OCl)Cl, H2O2 , NaOCl, Ca(OCl) 2 , K2Cr2O7 ইত্যাদি ।

    ✅ রিডিউসিং এজেন্ট (Reducing Agent):

    যে রাসায়নিকসমূহের হ্রাস ক্রিয়া দ্বারা ফ্যাব্রিক থেকে রঙিন উপকরণগুলি সরিয়ে এবং ফ্যাব্রিকটি সাদা এবং উজ্জ্বল করে তোলে এবং শোষণ ক্ষমতা বাড়ায় তাকে রিডিওসিং ব্লিচিং এজেন্ট বলা হয় । যেমনঃ H2S, FeSO4 ,NaHSO4 ইত্যাদি

    ✅ এনজাইমেটিক এজেন্ট (Enzymatic Agent):

    এনজাইম ব্যাবহার করা ফ্যাব্রিক হতে প্রাকৃতিক রঙ দূর করে ফ্যাব্রিকটি সাদা করতে যে এনজাইমসমূহ পরিচিত তাদেরকেই এনাজাইমেটিক ব্লিচিং এজেন্ট বলে ।

    ✅ স্ট্যন্ডার্ড ব্লিচিং রেসিপিঃ

    NaOH – 17ml/kg
    SOAP (DTC) – 2ml/kg
    STABILIZER – 5ml/kg
    H2O2 – 30ml/kg
    Reaction time – 25min.
    Speed – 50-70m/min

    ✅ Peroxide Bleaching:

    Wetting agent 0.5-1.0 g/L
    Sequestering agent as required
    Detergent 1.0-2.0 g/L
    Stabilizer 0.3-0.8 g/L
    Caustic soda (36oBe) 1.0-3.0 g/L
    H2O2 (35%) 4.0-8.0 g/L
    Temperature 90-95C
    Time 20-45 minutes
    pH 10-11M:L 1:10

    ✅ Sodium Hypochlorite Bleaching:

    Wetting agent 0.3-0.5 g/L
    Caustic soda (36oBe) 0.5-1.0 g/L
    Soda ash 2.0-4.0 g/L
    NaOCl solution 5.0-15.0 ml/L
    Temperature 25-60 C
    Time 30-60 minutes
    pH 10.5 +/-0.5
    M:L 1:10

    ✅ ব্লিচিং এজেন্টসমূহ নিম্নউল্লিখিত শর্তসমূহের উপর নির্ভরশীলঃ

    ১) রাসায়নিক উপাদানের ঘনমাত্রা
    ২) M:L Ratio (অনুপাত)
    ৩) লিকার এর PH
    ৪) লিকার এর তাপমাত্রা
    ৫) ট্রিটমেন্ট এর সময়
    ৬) অনুঘটক

    ✅ ব্লিচিং এর কিছু ত্রুটিঃ

    ১) অসম্পূর্ণ ব্লিচিং।
    ২) অসমান ব্লিচিং।
    ৩) ব্লিচিং এর পরেও হলুদাভ ভাব।
    ৪) ফ্যাব্রিক দূর্বল হয়ে যাওয়া।
    ৫) ওভার ব্লিচিং হওয়া।

    ✅ প্রতিকারঃ

    ১) পর্যাপ্ত রাসায়নিক উপাদান ব্যাবহার করতে হবে।
    ২) সময় এবং তাপমাত্রা নিয়ন্ত্রন করতে হবে সঠিকভাবে ।
    ৩) রাসায়নিকের ঘনমাত্রা ঠিক রাখতে হবে।
    ৪) ব্লিচিং প্রসেস কে সূর্যালোক থেকে দূরে রাখতে হবে।
    ৫) সঠিকভাবে স্কাওরিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

    ✅ গুরুত্বপূর্ন তথ্যঃ

    ১) প্রোটিন ফাইবারের ক্ষেত্রে রিডিউসিং ব্লিচিং এজেন্ট ব্যাবহার করতে হবে ।
    ২) উদ্ভিজ্জ ফাইবারের ক্ষেত্রে অক্সিডেটিভ ব্লিচিং এজেন্ট ব্যাবহার করতে হবে ।
    ৩) জুট, হেম্প, ফ্লাক্স এ জাতীয় ফাইবারের ক্ষেত্রে দুই ধাপে ব্লিচিং করতে হবে । প্রথমত অক্সিডেটিভ তারপর রিডিউসিং ব্লিচিং এজেন্ট।
    ৪) সর্বাধিক ব্লিচিং এজেন্ট হিসেবে পরিচিত H2O2। কারণ এটি সবথেকে ভালো ফলাফল দেয় , কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এটি সবথেকে সস্তা ।

    ✅ মার্চারাইজিং (Mercerizing): মার্চারাইজিং একটি প্রক্রিয়া যেখানে ফ্যাব্রিকসমূহের উজ্জলতা বৃধি করা হয় এবং ডাই এজেন্টসমূহের জন্য ফ্যাব্রিকের আকর্ষণ বৃদ্ধি করা হয় ।

    ✅ উদ্দেশ্যঃ

    ১) ফ্যাব্রিকের উজ্জলতা বৃদ্ধি করা ।
    ২) ডাই এফিনিট বৃদ্ধি করা।
    ৩) ফ্যাব্রিকের শক্তি বৃদ্ধি করা।
    ৪) ডাই আপটেক বৃদ্ধি করা।
    ৫) আদ্রতা পুনরুদ্ধার (Moisture Regain) ক্ষমতা বৃদ্ধি করা।

    📝Writer:

    Tanjidur Rahman Sakib
    Department of Apparel Engneering
    Sheikh Kamal Textile Engineering College
    Campus Ambassador (Textile Engineers).

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed