রূপগঞ্জের হাজী আনোয়ার টেক্সটাইল মিলে আগুন

0
1313

রাজধানীর বনানীতে আগুনে ২৫ জনের নিহতের খবরের মধ্যে এবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের হাজী আনোয়ার টেক্সটাইল মিলে আগুন লেগে মেশিনারিজসহ সব কাপড় ও সুতা পুড়ে গেছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছে, সকালের দিকে আব্দুল ছাত্তারের মালিকনাধীন এই টেক্সটাইল মিলে হঠাৎ করে আগুন ধরে যায়। পুরো প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মেশিনারিজ, আসবাবপত্র, তৈরি কাপড় ও সুতা পুড়ে যায়। এই ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে টেক্সটাইলের মালিক আব্দুল ছাত্তার দাবি করেছেন।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

 

Source : Bonikbarta

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here