স্টেকে ভাষা দিবস উৎযাপিত

0
221

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল শিক্ষক-শিক্ষিকা এবং সকল পর্বের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে প্রভাতফেরীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এরপর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।তারপর সকলে সকালের নাস্তা সম্পন্ন করার পর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।উক্ত আলোচনা সভায় সুন্দর,সাবলীল এবং গঠনমূলক বক্তব্য দেন শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (স্টেক) এর পরিচালক(প্রশাসন) প্রকৌশলী ঠাকুর আলাউদ্দিন কবির স্যার। তারপর শুরু হয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।সেখানে ছাত্রছাত্রীরা আবৃত্তি, দেশাত্মবোধক গান,দলীয় নৃত্য এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলন সম্পর্কিত দলীয় নাটক পরিবেশন করে থাকে।

এছাড়াও আয়োজন করা হয়েছিল রচনা প্রতিযোগিতার।অনুষ্ঠানের এক পর্যায়ে উক্ত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।তারপর “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিচালক (প্রশাসন) প্রকৌশলী ঠাকুর আলাউদ্দিন কবির স্যার।

প্রতিবেদক,
গোলাম সরোয়ার মিথুন
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (স্টেক)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here