স্বাস্থ্যসেবায় টেক্সটাইলের ছোঁয়া

0
427

বর্তমানে টেক্সটাইল শুধুমাত্র আমাদের লজ্জা নিবারণের জন্য সীমাবদ্ধ নয় বরং দিন দিন এটি এর প্রয়োগের পরিধি বৃদ্ধি করে এগিয়ে যাচ্ছে আপন গতিতে। এমনিভাবে স্বাস্থ্যসেবায় টেক্সটাইল একটি উদীয়মান ক্ষেত্র যা গত দশ বছরে যে পরিমাণ মনোযোগ আকর্ষণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।


এখন আমাদের সবার মাথায় একটা চিন্তা আসতেই পারে যে স্বাস্থ্যসেবায় টেক্সটাইল আবার কেনোই বা দরকার।বর্তমানে বৃহৎ জনসংখ্যা এবং প্রত্যেক মানুষের জীবনযাত্রা বৃদ্ধির প্রয়োজনে মানবিক ক্রিয়া-কলাপ এর বিভিন্ন পরিস্থিতিতে মানুষ বিভিন্নভাবে আহত হচ্ছে। যেমন, পরিবহন দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ইত্যাদি। এসব ক্ষেত্রে আহত মানুষদের চিকিৎসা দেওয়ার জন্যে নিত্য প্রয়োজনীয় যা আমাকে দরকার যেমন ব্যান্ডেজ, প্লাস্টার ইত্যাদি এসব কিছুই আসে টেক্সটাইল শিল্প থেকে। তাছাড়া চিকিৎসার জন্য মানুষের প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসের পেছনে রয়েছে টেক্সটাইল শিল্পের অবদান। স্বাস্থ্যসেবায় টেক্সটাইলের ব্যবহার আজকে থেকেই শুরু নয়। এর ইতিহাস বেশ পুরনো। খ্রিস্টপূর্ব 21 অব্দে সুমেরিয়ান সভ্যতার বিভিন্ন ব্যান্ডেজ ও প্লাস্টার তৈরি করতো বলে শোনা যায়।
   

স্বাস্থ্যসেবায় ব্যাবহৃত হয় এমন টেক্সটাইল সামগ্রীর ব্যবহার বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যায়। যেমন:
১) প্লাস্টার, ব্যান্ডেজ ইত্যাদি তৈরিতে টেক্সটাইল ফেব্রিক ব্যবহার করা হয়।
২) শিশুর ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন তৈরির ক্ষেত্রে টেক্সটাই সামগ্রী ব্যবহার করা হয়।
৩) সার্জিক্যাল ক্যাপ তৈরিতেও টেক্সটাইলের ব্যবহার ব্যাপক।
৪) কৃত্রিম বৃক্ক, কৃত্রিম যকৃৎ, কৃত্রিম ফুসফুস এবং কৃত্রিম লিগামেন্ট ইত্যাদি টেক্সটাইল সামগ্রী তৈরি করে ব্যবহার করা হয়।
৫) নন ওভেন গাউন, মেডিকেল গ্লাভস, গাউন, মাক্স ইত্যাদি তৈরিতে টেক্সটাইল সামগ্রী ব্যবহার রয়েছে।

বর্তমানে করোনাভাইরাস এক আতঙ্কের নাম । এই করোনা মোকাবিলায় টেক্সটাইলের অবদান সবচেয়ে বেশি। Covid-19 মোকাবেলায় প্রত্যেকের মাক্স ব্যবহার করা অপরিহার্য। তাছাড়া এ ভাইরাস এর চিকিৎসার জন্য চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম PPE, ডিসপোজাল গ্লাভস, মাক্স সবসময় দরকার হয়। এই সবকিছুই আসে টেক্সটাইল সেক্টর থেকে। সুতরাং বলা যায় টেক্সটাইল সামগ্রী আমাদের স্বাস্থ্যসেবায় অবদান রাখার পাশাপাশি আমাদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমানে করোনাভাইরাস এক আতঙ্কের নাম । এই করোনা মোকাবিলায় টেক্সটাইলের অবদান সবচেয়ে বেশি। Covid-19 মোকাবেলায় প্রত্যেকের মাক্স ব্যবহার করা অপরিহার্য। তাছাড়া এ ভাইরাস এর চিকিৎসার জন্য চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম PPE, ডিসপোজাল গ্লাভস, মাক্স সবসময় দরকার হয়। এই সবকিছুই আসে টেক্সটাইল সেক্টর থেকে। সুতরাং বলা যায় টেক্সটাইল সামগ্রী আমাদের স্বাস্থ্যসেবায় অবদান রাখার পাশাপাশি আমাদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

লেখক :
রিয়াজ উদ্দিন
অনামিকা হোসেন
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়
ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here