Saturday, October 5, 2024
More
    HomeCampus Newsহোম ইকোনোমিক্স কলেজের শিক্ষার্থীদের মিল পরিদর্শন

    হোম ইকোনোমিক্স কলেজের শিক্ষার্থীদের মিল পরিদর্শন

    বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্রপরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগের উদ্যোগে প্রতি বছরই শিক্ষার্থীদের জন্য বিভিন্ন মিল পরিদর্শন এর আয়োজন করা হয়ে থাকে। প্রতিবছর ২য় বর্ষের শিক্ষার্থীরা এই সুযোগটি পেয়ে থাকে। আমাদের সময় যাওয়া হয়েছিল নরসিংদীতে। আমরা যে মিল গুলোতে গিয়েছিলাম তার মধ্যে বৈশাখী স্পিনিং মিল, তিথী গ্রুপ অব ইন্ড্রাস্টিজ ইত্যাদি উল্লেখযোগ্য ছিলো । একটি স্পিনিং মিলে বিভিন্ন সেকশন থাকে। তুলা প্রক্রিয়াজাত থেকে শুরু করে সেই তুলা থেকে কীভাবে সূতা ও কাপড় প্রস্তুত করা হয় তার সব কিছুই এই মিলগুলোতে হয়ে থাকে।

    তুলা থেকে প্রাথমিক ভাবে ময়লা অপসারণ করে তারপর বিভিন্ন ধাপ অতিক্রম করার পর তুলা থেকে থেকে সূতা তৈরী হয়। এক কথায় বলতে গেলে ফাইবার হতে সূতা উৎপাদন এর প্রক্রিয়াকে স্পিনিং প্রসেস বলা হয়।

    প্রধানত স্পিনিং প্রসেসকে ২ভাগে ভাগ করা হয়েছে।
    ১) রিং স্পিনিং প্রসেস
    ২) রোটর স্পিনিং প্রসেস

    রিং স্পিনিং এর ফ্লোচার্ট –
    Blow Room
    Carding
    Draw frame
    Lap former
    Comber
    Drawing
    Simplex
    Ring frame
    Auto corner
    Heat seating
    Packing

    স্পিনিং সিস্টেম বিভিন্ন ধরনের হয়। যেমন:
    ক) কটন স্পিনিং
    খ) জুট স্পিনিং
    গ) মেন মেইড স্পিনিং
    ঘ) রোটর স্পিনি

    স্পিনিং প্রসেসিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করা হয়ে থাকে। নিম্নে কিছু মেশিনের নাম উল্লেখ করা হলো:

    ১) হপার বেল বেকার, ২) ডাবল হপার ফিডার, ৩) অটোমেটিক ব্লেন্ডার, ৪) কার্ডিং মেশিন, ৫) কম্বিং মেশিন, ৬) সিমপ্লেক্স মেশিন, ৭) রিংফ্রেম মেশিন, ৮) রোটর স্পিনিং মেশিন

    রিং স্পিনিং মেশিন:

    ১৮২৮ খ্রিস্টাব্দে আমেরিকান বিজ্ঞানী জন থর্প কর্তিক প্রথম এই মেশিন আবিষ্কার করেন। ১৮৩০ সালে আরেকজন আমেরিকান বিজ্ঞানী মিঃ জেন্ক এই রিং এর উপর ঘূর্ণনায়মান ট্রাভেলার সংযুক্ত করেন যার সাহায্যে একই সাথে twisting, winding ও yarn কে গাইড করা সম্ভব হয়।

    রিংফ্রেম ইয়ার্ণ স্পিনিং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত মেশিন কারণ নতুন উদ্ভাবিত মেশিন গুলোর তুলনায় এর কিছ বিশেষ সুবিধা রয়েছে। যেমন:
    ১) এটি একধরণের সার্বজনীন মেশিন। কারণ এর দ্বারা যেকোন বস্তুকেই স্পিনিং করা যায়। ২) ইয়ার্ণের গঠন বিন্যাস ও দৃঢ়তা দিক দিয়ে সর্বোৎকৃষ্ট মানের ইয়ার্ণ তৈরী করা যায়।
    ৩) এটি খুব সহজ প্রকৃতির মেশিন এবং খুব সহজেই পরিচালনা করা যায়।

    Writer information:
    সাদিয়া তামান্না বিনতে তাইফুর
    বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ
    ৪র্থ বর্ষ, ব্যাচ ২১

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed