Wednesday, April 24, 2024
More
    HomeCampus Newsক্যাম্পাস রিভিউ:ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)

    ক্যাম্পাস রিভিউ:ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)

    ঢাকার অদূরে সাভার,নয়ারহাট নামক স্থানে প্রাকৃতিক মনোরম পরিবেশে,প্রায় ১৭ একর জায়গা নিয়ে ঘড়ে উঠা সবুজের ঘেরা এক ক্যাম্পাস, “জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইনস্টিটিউট।

    প্রাতিষ্ঠানিক ইতিহাস;
    সর্বপ্রথস ১৯৭৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। তৎকালিন নাম ছিল টিআইডিসি।পরবর্তীতে ১৯৯৪ সালে নাম পরিবর্তন করে করা হয় NITTRAD.যার মটো ছিল-টেক্সটাইল এডুকেশন এন্ড ট্রেনিং এ শ্রেষ্ঠত্বের একটি কেন্দ্র।অবশেষে ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারিশ ক্রমে নাম পরিবর্তন করে নিটার করা হয়।এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে রয়েছে BTMA এবং BTMC।
    নিটার দেশ ব্যাপি, “সেন্টার অব এক্সিলেন্স ” নামেও পরিচিত।

    একাডেমিক কার্যক্রম:
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ।
    ভর্তি প্রক্রিয়া:-প্রযুক্তি ইউনিট, ঢাবি।

    চেন্সেলর:মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
    ভাইস চেন্সেলর :ড.মোহাম্মদ আখতারুজামান
    ডিন :মোঃ হাসানুজ্জামান
    প্রিন্সিপাল :অধ্যাপক ড.মোহাম্মদ মিজানুর রহমান।
    এছাড়াও নিটারে রয়েছেন দেশ বিদেশের নাম করা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত শিক্ষক মন্ডলী।

    বিভিন্ন ইনস্টিটিউটের সাথে একাডেমিক সহযোগিতায় রয়েছে,
    *উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, চীন।
    *বোল্টন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।
    *ফলিত বিজ্ঞান নিবেদরেইন বিশ্ববিদ্যালয়,জার্মানি।
    *UNIDO
    ডয়চে গেসেলসাফ্ট ফর ইন্টারন্যাশনাল জুসামমেনবাইট (জিআইজেড)

    ডিপার্টমেন্ট সমূহ:
    ১.বি.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-আসন সংখ্যা ২৯০টি
    ২.বি.এস সি ইন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং -আসন সংখ্যা ১৪০ টি
    ৩.বি.এসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং -আসন সংখ্যা ৬০টি
    ৪.বি.এসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং,আসন সংখ্যা ৬০টি
    ৫.বি.এসসি ইন ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, আসন সংখ্যা ৭৫টি
    ৬.এম.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং,আসন সংখ্যা-৬০ টি
    ৭.এমবিএ ইন টেক্সটাইল এন্ড অ্যাপারেল ভ্যালু চেইন, আসন সংখ্যা ৪০টি

    নিটারে রয়েছে দুটি একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্রদের জন্য দুটি এবং মেয়েদের জন্য ২টি আবাসিক হল।রয়েছে টিচার্স কলোনি।

    ল্যাবরেটরিজ:
    বাংলাদেশের মধ্যো অন্যতম সেরা ল্যাব ফেসিলিটিজ রয়েছে নিটারে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছে, “স্টেট অব দ্যা আর্ট “ল্যাবরেটরি যা বাংলাদেশের মধ্যো সর্ব উত্তম।

    টেক্সটাইল ডিপার্টমেন্ট এর বিশেষায়িত সাবজেক্ট সমূহের জন্য রয়েছে আলাদা আলাদা ল্যাবরেটরিজ সুবিধা। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য রয়োছে বেল ম্যানেজমেন্ট থেকে সুতা তৈরির সম্পূর্ণ লাইন যেটি পুরোপরি সচল।এছাড়াও সুতার কোয়ালিটি জানার জন্য রয়েছে কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, সেখানে HVI,AFIS,ইয়ার্ন স্ট্রেথ টেস্টার, ব্রিজলি ব্যালেন্স সহ অত্যাধুনিক সব মেশিন সমূহ।

    উইভিং,নিটিং উভয় সাবজেক্ট পড়ানোর জন্য রয়েছে প্রয়োজনীয় সব মেশিন।
    উইভিং ল্যাবে রয়েছে পার্ন ওয়ান্ডিং মেশিন, কনভেশনাল ট্যাপেট লুম, ডবি লুম,প্রজেক্টাইল লুম, রেপিয়ার লুম, এয়ার জেট লুম এবং জ্যাকার্ড লুম। নিটিং ল্যাবে রয়েছে ফ্লাট নিটিং মেশিন, ডাবল এন্ড সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিং,জ্যাকার্ড নিটিং মেশিন, ওয়ার্প নিটিং মেশিং,

    ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নিটারে রয়েছে ৩টি ওয়েট প্রোসেসিং ল্যাব যেগুলোতে রয়েছে রোটারি প্রিন্টিং থেকে শুরু করে বিলিচিং,বিভিন্ন ডাইং মেশিন, প্যাডিং ম্যাঙ্গেল,অটোমেটিক হ্যাঙ্ক ডাইং সহ সব আধুনিক মেশিন।
    রয়েছে ওয়াশিং ল্যাব ও ।

    ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি /ইকুইপমেন্ট সমৃদ্ধ ফ্লুইড মেকানিক্স এন্ড মেশিনারিজ ল্যাব, থার্মোডিনামিক্স এন্ড হিট ট্রান্সফার ল্যাব, ইঞ্জিনিয়ারিং UTM ও CNC সমৃদ্ধ ম্যাটেরিয়াল্স এন্ড সলিড মেকানিক্স ল্যাব, ফাউন্ড্রি এন্ড কাস্টিং ল্যাব ও আর্গানোমিক্স ল্যাব।

    ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য রয়েছে প্যাটার্ন ল্যাব, ডিজাইন স্টুডিও, ফ্যাশন ডামি, কাটিং ল্যাব, ক্যাড, অ্যাপারাল ল্যাব,কম্পিউটার ল্যাব

    অন্যান্য ল্যাবের মধ্যো রয়েছে পর্দার্থ, রসায়ন, মেক্যানিকাল ওয়ার্কশপ, ইইই, সিএসই ল্যাব।

    গবেষনা কার্যক্রম:
    নিটারের গবেষনা কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে স্বতন্ত্র আরআইআর RIR উইং।বর্তমানে বিভিন্ন গবেষনা চলমান যেমন,
    ১.কলাগাছের আঁশ থেকে ফাইবার এক্সকট্রাশন।
    ২.স্মার্ট টেক্সটাইল, ই-টেক্সটাইল নিয়ে গবেষনা।
    ৩.আনারসের তন্তু থেকে কাপড় তৈরি।

    প্রতিবছর, টেক্সটাইল কর্ণধারদের সেমিনার, ফ্যাশন ডিজাইন ফেস্টিভাল, মিনি রিসার্চ ফেস্টিভালের মতো প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে অনেক এক্সটা-কো কারিকুলামের সুযোগ করে দেয় নিটার।

    পরিশেষে এ কথাই বলব,উদ্দেশ্য যদি হয় গুনগত শিক্ষা তবে লক্ষ হওয়া চাই নিটার।

    লেখক:-🖊️🖋️

    মোঃতানভীর হোসেন সরকার

    ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।

    নবম ব্যাচ,নিটার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments