Saturday, August 23, 2025
Magazine
More
    HomeTraditional Textileগৌরবের মসলিন থেকে রপ্তানিমুখী পোশাকে উপনিবেশবাদের ছায়া

    গৌরবের মসলিন থেকে রপ্তানিমুখী পোশাকে উপনিবেশবাদের ছায়া

    ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় মসলিন শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা থেকে আধুনিক যুগে পোশাক শিল্পের উত্থান সর্বত্রই যেন সাম্রাজ্যবাদের ছায়া দৃশ্যমান। তাই পোশাক শিল্প কেবল সাধারণ অর্থনৈতিক খাত নয় বরং হয়ে উঠতে পারে নয়া সামান্তবাদ এবং নয়া উপনিবেশবাদ বিস্তারের রাজনৈতিক হাতিয়ার!!


    মসলিন ও ঔপনিবেশিক দমননীতি
    মুসলিন একসময় বাংলার অর্থনীতি, সংস্কৃতি ও গৌরবের প্রতীক ছিল। বিশেষ করে ঢাকার আশেপাশের অঞ্চল যেমন সোনারগাঁও, শাঁটিপুর, মালদা ও হুগলিতে উৎপাদিত মসলিনের সূক্ষ্মতা ও মান ছিল অতুলনীয়।  এই বস্ত্র ইউরোপ, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার বাজারে ব্যাপক চাহিদা অর্জন করেছিল। [১]
    তবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, তখন তারা তাঁতিদের উপর কঠোর কর আরোপ করে এবং ব্রিটিশ কাপড়ের আমদানি সহজ করে দেয়, ফলে মসলিনের চাহিদা কমে যায়।  ১৮৪০ সালের মধ্যে বাংলায় ব্রিটিশ কাপড়ের আমদানি ২৫% থেকে বেড়ে ৯৩% হয়ে যায়।[২] উইলিয়াম বোল্টস এর ভাষ্যমতে, মসলিন উৎপাদন বন্ধ করতে তাঁতিদের আঙ্গুল কেটে ফেলার ঘটনাও ঘটেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিত তৎকালীন বাংলায়।[৩]

    গ্লোবাল সাপ্লাই চেইন যেন শোষণের জাল 
    আজকের বাংলাদেশে তৈরি পোশাক শিল্প (RMG Sector) বিশ্ববাজারে ‘সস্তা শ্রমের উৎস’ হিসেবে প্রতিষ্ঠিত।[৪] আন্তর্জাতিক মানের ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডগুলো শ্রমিকদের ন্যায্য মজুরির পক্ষে বক্তব্য দিলেও, অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে সরবরাহকারীদের নিকট থেকে অতি স্বল্প মূল্যে পোশাক ক্রয় করতে চায়। ফলশ্রুতিতে, সরবারাহকারী প্রতিষ্ঠানের সদিচ্ছা সত্ত্বেও শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান কঠিন হয়ে পড়ে।[৫]
    এটি একধরনের অর্থনৈতিক উপনিবেশ, যেখানে স্থানীয় শ্রমকে ব্যবহার করে গ্লোবাল করপোরেশন মুনাফা অর্জন করছে কিন্তু শ্রমিকদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে না।[৬]


    অনিরাপদ কর্মপরিবেশ, স্বল্প মজুরি ও শ্রমিক আন্দোলনের দমননীতি
    ২০১৩ সালের রানা প্লাজা ধসে ১১৩৪ জন এবং ২০১২ সালের তাজরীন ফ্যাশনস এ আগুনে পূড়ে ১১২ জন পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পরও[৭] নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয় নি।[৮] উপরন্তু গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, মাতৃত্বকালীন ছুটি ও ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার আদায়ের আন্দোলন প্রায়শই বল প্রয়োগের মাধ্যমে দমন করা হয়। এছাড়া আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত ভেন্ডালিজম এবং সহিংসতার ঘটনায় তারা প্রায়শই আইনি ঝুঁকিতে পড়েন।[৯]


    নয়া সাম্রাজ্যবাদ ও তাত্ত্বিক বিশ্লেষণ
    বিশ্ব-ব্যবস্থার তত্ত্ব অনুযায়ী, কোর (core) দেশগুলো ( যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো) গ্লোবাল সাপ্লাই চেইনের শীর্ষে থাকে এবং পেরিফেরি (periphery) দেশগুলো (বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া ইত্যাদি) শুধুমাত্র শ্রমশক্তি সরবরাহ করে।
    এটি যেন নয়া সাম্রাজ্যবাদের আধুনিক রূপ; যেখানে আগের মতো সরাসরি রাজনৈতিক নিয়ন্ত্রণ নেই কিন্তু অর্থনৈতিক আধিপত্য বিদ্যমান।[১০] এই ব্যবস্থায় শ্রমিকরা আধুনিক দাসত্বের শিকার। এটাকে একধরণের ‘নিও ফিউডালিজম বা নয়া সামন্তবাদ’ বলা যায়; যেখানে মালিকপক্ষ কর্পোরেট সামন্ত এবং ওয়েজ স্লেইভারি বা বেতনভিত্তিক দাসত্বের নিগড়ে বন্দী শ্রমিকরা যেন মর্ডান স্লেইভ বা আধুনিক দাস।[১১]
    সর্বোপরি, বাংলাদেশের গার্মেন্টস শিল্প একটি অর্থনৈতিক মডেল হিসেবে বিশ্বে সাফল্যের প্রতীক হলেও এর ভেতরে প্রোথিত আছে উপনিবেশায়ন এবং আধুনিক সাম্রাজ্যবাদের ছায়া। তাই এই শিল্পকে টেকসই ও মানবিক করতে হলে কেবল আন্তর্জাতিক চাপে নয়, বরং রাষ্ট্রীয় উদ্যোগ এবং ন্যায্য বাণিজ্য নীতিমালার সম্মিলিত প্রয়োগ প্রয়োজন

    তথ্যসূত্র 
    [১] https://www.arabnews.com/node/2593684/world
    [২]
    Giorgio Riello, Tirthankar Roy (2009). How India Clothed the World: The World of South Asian Textiles, 1500-1850. Brill Publishers. p. 174. ISBN 9789047429975
    [৩]
    https://www.thedailystar.net/lifestyle/special-feature/the-muslin-story-187216
    [৪] https://fashion.sustainability-directory.com/term/fast-fashion-neocolonialism
    [৫]
    https://www.voguebusiness.com/sustainability/as-garment-worker-protests-for-higher-wages-turn-violent-where-are-the-brands-bangladesh-hm-levis-inditex-gap
    [৬] https://remake.world/stories/news/colonialism-in-fashion-bfast-fashion-built-on-exploitation
    [৭]
    https://www.collectivefashionjustice.org/articles/fast-fashion-built-on-exploitation
    [৮]
    https://cpd.org.bd/how-are-local-monitoring-agencies-faring-10-years-after-rana-plaza/
    [৯]
    https://www.amnesty.org/en/latest/news/2024/05/bangladesh-garment-workers-must-receive-rights-based-compensation-and-justice-immediately/
    [১০]
    https://tansyhoskins.org/rana-plaza-imperialism-vs-internationalism
    [১১]
    https://www.theguardian.com/global-development/2020/aug/25/the-fashion-industry-echoes-colonialism-dfid-new-scheme-will-subsidise-it

    লেখক
    মো: রিজওয়ানুল ইসলাম 
    সাধারণ সদস্য, কনটেন্ট রাইটিং টিম, 
    টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি।
    ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)

    সার্বিক সহযোগিতায় ও অনুপ্রেরণায়,
    লাবিবা সালওয়া ইসলাম
    টিম লিডার, কনটেন্ট রাইটিং টিম,
    টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি।
    ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed