Saturday, April 20, 2024
More
    HomeCampus Newsনিটারে 'মাস্তুল' এর ২য় বর্ষপূর্তি উদযাপিত হবে আগামী ৫ই মার্চ

    নিটারে ‘মাস্তুল’ এর ২য় বর্ষপূর্তি উদযাপিত হবে আগামী ৫ই মার্চ

    মোঃ রফিকুল ইসলাম:

    আগামী ৫ই মার্চ জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাস্তুল’ এর ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান।

    মাস্তুল একটি অলাভজনক আত্ম উন্নয়নমূলক সংস্থা। উক্ত সংস্থাটি ২০১৭ সালের ৫ই মার্চ নিজেদের আত্ম উন্নয়নের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অন্যান্য দক্ষতার উপর উন্নতি সাধনের জন্য গড়ে উঠে কয়েকজন তরুণ বস্ত্র প্রকৌশলীর হাত ধরে । তারই ধারাবাহিকতায় ‘Reveal the inner you’ মোট্যু নিয়ে পথচলা শুরু হয় আত্ম উন্নয়নমূলক সংস্থা ‘মাস্তুল’-এর। গত দুইবছর ধরে উক্ত সংস্থাটির উদ্যোগে বিভিন্ন কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর (যেমনঃ পাব্লিক স্পিকিং, লিডারশীপ স্কিল, প্রেজেন্টেশন স্কিল, ইংলিশ স্পিকিং সহ কম্পিউটার এর বিভিন্ন বিষয়ের উপর) উন্নতি সাধন করতে পেরেছে। যা বস্ত্র প্রকৌশলীদের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের পাশাপাশি চাকরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

    মাস্তুলের ২য় বর্ষপূর্তি উদযাপন সম্পর্কে জানতে চাইলে সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর রিফাতুর রহমান বলেন, “প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের আত্ম উন্নয়নমূলক সংস্থা থাকা জরুরি, যেখানে তারা নিজ প্রয়োজনে এবং নিজ উদ্যোগে অন্যান্য দক্ষতা গুলো অর্জন করতে পারবে। মাস্তুল সেই লক্ষ্যেই কাজ করছে এবং মাস্তুলের দীর্ঘ ২ বছরের অগ্রযাত্রায় এর সাথে থাকতে পেরে আমি গর্বিত বোধ করছি।”

    এ অনুষ্ঠানের নলেজ পার্টনার হিসেবে থাকছে Textile Today Training’ এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘বিডিমর্ণিং.কম’‘TextileEngineers.org’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments