Thursday, April 18, 2024
More
    HomeCampus Newsনিটার অচিরেই পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হবে- ডা: এনামুর রহমান

    নিটার অচিরেই পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হবে- ডা: এনামুর রহমান

    [et_pb_section fb_built=”1″ _builder_version=”3.19.13″][et_pb_row _builder_version=”3.19.13″ custom_padding=”0|0px|11px|0px|false|false”][et_pb_column type=”4_4″ _builder_version=”3.19.13″][et_pb_text _builder_version=”3.19.13″]
    নিটার প্রতিনিধি : জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইন্সটিটিউট (নিটার) এ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকায় ক্যাম্পাস প্রাঙ্গনে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
    নিটার এর অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্বে উক্ত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিষয়ক প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডীন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন এর চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন।
    প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অংশগ্রহণ করার আহ্বান জানান। এছাড়াও তিনি নিটারকে অচিরেই একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় করার আশ্বাস দেন শিক্ষার্থীদের। অনুষ্ঠানের শুরুতে নিটার পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
    ‘নিটার প্রোফাইল বুক ২০১৯’ এর মোড়ক উন্মাচন অনুষ্ঠানেও অংশ নেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থীসহ প্রমুখ। পরে উক্ত অনুষ্ঠানের প্রধান অথিতি প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
    প্রসঙ্গত যে, নিটারে বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালু রয়েছে। তিনটি ডিপার্টমেন্টে মোট আসন সংখ্যা ৪৭৫ টি।
    [/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments