Friday, April 19, 2024
More
    HomeTextile Manufacturingফ্যেব্রিক স্ট্রাকচার ও ডিজাইন -পর্ব : ২

    ফ্যেব্রিক স্ট্রাকচার ও ডিজাইন -পর্ব : ২



    অনেক সময় আমরা  ডিজাইন  ও স্টাকচার এর পার্থক্য করতে একটু গুলিয়ে ফেলি তো সেটা হচ্ছে  প্রথমে ডিজাইন নিয়ে বলি ডিজাইন হচ্ছে কোন একটা স্ট্রাকচারের মধ্যে নতুন কোন নকশা এঁকে এর ডেকোরেশন  অরনামেন্ট করা ফেন্সি আকৃতি তৈরী করে নতুন ডিজাইন নিয়ে আসা। 


     ডিজাইন  অনুসারে কাপড়কে  ক্লাসিফাইড করা যাই চার(4) ভাগে।
    প্লেইন plain: 
    👉যেখানে কোন ডিজাইন থাকবে না অর্থাৎ উভয় দিক অর্থাৎ ওয়ার্প ও ওয়েফট  একই কালার  হবে  যাকে প্লেন ফ্যেব্রিক বলে।

    স্ট্রাইপ Strip :
    👉 এমন  কিছু ফ্যেব্রিক থাকবে  যার শুধু ওয়ার্প ইয়ার্ন  ডিরেকশন গুলোতে রং বা ডিজাইন  করা  আছে ও অপরপাশে ওয়েফট ইয়ার্ন গুলো  ডিজাইন করার নেই সেগুলো বলা  হয় স্ট্রাইপ ফ্যেব্রিক।

      ক্রস ওভার Cross over:
    👉স্ট্রাইপের বিপরীত  অর্থাৎ ওয়েফট ইয়ার্ন  ডিজাইন করা থাকে ওয়ার্প ডিজাইন করার থাকেনা তখন সে  গুলোকে বলা হয় ক্রস অভার ফ্যেব্রিক।
     এরকম  ফেব্রিকের ডিজাইন   ডেকোরেশন  খুব কম হয়।

    চেক check :
    👉 যখন  ওয়ার্প ও ওয়েফট দুটাই ডিজাইন  করা   থাকে  তখন এইটা কে বলা হচ্ছে চেক ফ্যেব্রিক বলে । 

    স্ট্রাকচার বলতে কোন কিছুর  অভ্যন্তরীণ  গঠনে  যা প্রয়োজন  হয়, তার সম্পুর্ণকে বোঝাই 

     যেমন ইট, বালি দিয়ে একটা  বিল্ডিং এর  আকৃতি দাঁড় করানো যায় তেমনি  ওভেন ফ্যাব্রিক এর স্ট্রাকচার মুলত  এর ওয়ার্প ও ওয়েফট ইয়ার্ন  এর ফরমেশনকে বোঝানো  হয়।

    স্ট্রাকচার অনুযায়ী  ফ্যেব্রিক ২ ভাগে বিভক্ত 
    👉সিম্পল(simple structur)   
    👉 কম্পাউন্ড (compound structur).   
    ⏩ সিম্পল স্ট্রাকচার
    সিম্পল স্ট্রাকচারস  হচ্ছে ওভেন ফেব্রিক স্ট্রাকচারে শুধু ওয়ার্প ইয়ার্ন এবং ওয়েফট ইয়ার্ন  এর ইন্টারলেসমেন্ট  ,  নরমাল যে ফ্যেব্রিক  আমরা দেখে থাকি।

      সিম্পল স্ট্রাকচারকে   ৩ ভাগে ভাগ করা যায়।
    🏷১ প্লেইন
    🏷২  টুইল 
    🏷৩ সাটিন

    কম্পাউন্ড স্ট্রাকচারঃ
      যখন ওয়ার্প ও ওয়েফট  এর সাথে  অন্য কোন ফরমেশনে ইয়ার্ন থাকবে যেমন লুপ ইয়ার্নহরিজন্টাল ইয়ার্ন ( triaxial  fabric) তখন  তাকে compound  structure  বলে।

    📝 writer MD Sajal Hossain   .

     🏠From  Sheikh kamal  Textile Engineering College. 🎖Campus ambassadorofTES    

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments