Thursday, March 28, 2024
More
    HomeDyeingJ-Box Scouring process ও এর বিস্তারিত কার্যপদ্ধতি

    J-Box Scouring process ও এর বিস্তারিত কার্যপদ্ধতি

    যে প্রক্রিয়ার মধ্যেমে টেক্সটাইল ম্যাটারিয়াল থেকে তেল,চর্বি,মোম,প্যাকটিন দূর করা হয় তাকে স্কাওয়ারিং (Scouring) বা মাজন বলে।  সাধারনত উইভিং সেকশন থেকে প্রাপ্ত গ্রে ফেব্রিক এ অনেক ধরনের অতিরিক্ত উপাদান লেগে থাকে যেমন স্পিনিং ওয়েল অথবা নিটিং ওয়েল। এসব উপাদান একসাথে লেগে থাকলে তা ডায়িং করা যাবে না। এসব অতিরিক্ত ম্যাটারিয়াল দূর করতেই মূলত Scouring করা হয়। ক্ষার বা ক্ষারধর্মী পদার্থের সাহায্যে scouring করা হয়

    যে সব কারনে স্কাওয়ারিং করা হয়ঃ-
    ১।টেক্সটাইল ম্যাটারিয়াল থেকে অতিরিক্ত সব ইমপিরিটিস বা উপাদান দূর করতে
    ২।ডাই এবিলিটি বা এবজরবেনসি(absorbency) বাড়াতে
    ৩।ফেব্রিকের তল বা সার্ফেস পরিষ্কার (clean) করতে
    ৪।পরবর্তী ডায়িং প্রসেস এর জন্য প্রস্তুত করতে।ইত্যাদি।।

    আজকে আমরা এখানে J- box Scouring মেশিন নিয়ে আলোচনা করবো।

    J-box scouring মেশিন টির এমন নাম করন করার কারন হলো এটি দেখতে অনেক টা ইংলিশ লেটার J এর মতো। এই মেশিনে একসাথে ডি-সাইজিং, স্কাওয়ারিং, ব্লিচিং ৩ টি কাজ করা হয়ে থাকে। J- box scouring প্রসেস কে অনেক সময় continuous scouring process ও বলা হয়।
     J-box scouring প্রসেস এর জন্য রেসিপিঃ
    কস্টিক সোডা ৪-৫ গ্রাম/লিটার
    ডিটারজেন্ট ২-৩গ্রাম/লিটার 
    ওয়েটিনিং এজেন্ট ১-৩ গ্রাম/লিটার
    সিকুয়েস্টারিং এজেন্ট ১-৩ গ্রাম/লিটার
    তাপমাত্র ৭০-৮০° সেলসিয়াস 
    স্টোরিং সময় (storing time in J-box) ২-৪ ঘন্টা
      J-box এর তাপমাত্র ১০০-১০৫° সেলসিয়াস

    কার্যপদ্ধতীঃ
    1.Impregnation box:ফেব্রিক রুল থেকে খুলে উন্মুক্ত (open width) ফর্মে ৪%কস্টিক সোডা ও ওয়েটিনিং এজেন্ট সহযোগে ৭০-৮০° তাপমাত্রার মধ্যে দিয়ে পাস/পার করানো হয়।
    2.Pre-Heater:এই ইউনিটে ফেব্রিক কে একটি তাপস্থাপক বা যাকে আমরা ইংরেজিতে বলি thermostatic controlling সিস্টেমের মধ্যে দিয়ে পাস করিয়ে J-box unit এ পাঠানো হয়। ৩০ সেকেন্ড এর জন্য এখানে তাপমাত্রা থাকে ৯০-১০০° সেলসিয়াস।


     3.J-boxজে বক্সে মূলত ২-৪ ঘন্টার জন্য ফেব্রিক স্টোর করা হয়। সাধারণ জে বক্স এর ধারন ক্ষমতা ১২০০-১৫০০ পাউন্ড হয়ে থাকে।
    4.Washing Unitওয়াসিং ইউনিটে মূলত প্রথমে ৮০০° সে. তাপমাত্রায় হট ওয়াস করা হয় যাতে করে পানিতে দ্রবীভূত সকল উপাদান দ্রবীভূত হয়ে যায়।তা ছাড়া বাকি উপাদান গুলোও দূর হয়ে যায়।তারপর কোল্ড বা কম তাপমাত্রায় ওয়াস করে শুকানো হয়।।
    পরিশেষে আমরা স্কাওয়ার্ড ফেব্রিক বা ডায়িং এর জন্য উপযোগী কাপড় বা টেক্সটাই ম্যাটারিয়াল পাই।এই প্রসেস এ সময় কম লাগে এবং ইকোনমিক্যাল প্রসেস হওয়ায় ইন্ডাস্ট্রিতে এটি ব্যবৃহৃত হয়।।

    লেখকঃ-
    মোঃ তানভীর হোসেনে সরকার
    ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারারিং
    জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)
    E-mail: [email protected]

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments