Thursday, April 25, 2024
More
    HomeTextile ManufacturingLeather Vs Textile

    Leather Vs Textile

    Textile:

    সাধারণত Textile বলতে yarn বা thread (Natural বা Artificial fiber দিয়ে তৈরি) উৎপাদিত পণ্যকে বুঝায়। Yarn বিভিন্ন ধরণের ফাইবার যেমন: কটন, উল, ফ্ল্যাক্স, নাইলন, রেয়ন ইত্যাদি দিয়ে স্পিনিং এর মাধ্যমে তৈরি করা হয়। আমরা আরও বলতে পারি যে, টেক্সটাইল বিভিন্ন টেকনিক যেমন weaving, knitting, felting ইত্যাদি দ্বারা তৈরি হয়।

    Leather:

    Leather এমন একটি পণ্য যা প্রাণী বা গবাদি পশুদের ত্বককে আলাদা করে বিভিন্ন রাসায়নিক দ্বারা Treatment করা হয়।। Leather টেকসই এবং নমনীয়ও। এটি কুটির শিল্পের পাশাপাশি ভারী শিল্পেও উৎপাদিত হয়। Full grain, Top grain, Corrected grain এবং Split এর মতো চারটি আকারে leather পাওয়া যায়। জুতা, টুপি, জ্যাকেট, ট্রাউজার, বেল্ট ইত্যাদি বিভিন্ন ধরণের Product তৈরিতে চামড়া ব্যবহার করা হয়

    লেদার আর টেক্সটাইলের মদ্ধকার কিছু পার্থক্য;

    Textile:

    ১/ Raw material হচ্ছে yarn, fiber, fabric
    ২/ বিভিন্ন রং এর ভিন্নতা পাওয়া যায়।
    ৩/ কম টেকসই
    ৪/ কম দামী
    ৫/ বেশি আরামদায়ক।
    ৬/ সম্প্রসারণ হওয়ার ক্ষমতা বেশি।
    ৭/ বাতাসের প্রবেশের পরিমান বেশি।

    Leather:

    ১/ প্রাণী বা গবাদি পশু চামড়া chemical দ্বারা treatment করা হয়।
    ২/ রং এর ভিন্নতা কম পাওয়া যায়।
    ৩/ বেশি টেকসই
    ৪/ বেশী ব্যয়বহুল
    ৫/ কম আরামদায়ক
    ৬/ সম্প্রসারণ হওয়ার ক্ষমতা কম
    ৭/ বাতাসের প্রবেশের পরিমান কম।

    Writer Information:

    Name: Mehedi Hasan Sazib
    Institute: Primeasia University
    Batch: 193
    Mobile:01796047835
    Email:[email protected]

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments