Thursday, December 12, 2024
Magazine
More
    HomeFabricNon-Washable Fabrics

    Non-Washable Fabrics

    “Non-washable” শব্দটির অর্থ হল- যেসব কাপড় বা ফ্যাব্রিক ধোয়া যায় না অথবা পরিষ্কারের জন্য অন্য পদ্ধতি ব্যবহার করতে হয় তাই  হলো-  “Non-washable fabrics” ।

    কাপড় বা ফ্যাব্রিক পরিষ্কারের জন্য অন্য পদ্ধতি হল-“ড্রাই ওয়াশ” ।

    আজকে আমরা আলোচনা করবো যেসব ফ্যাব্রিকস ধোয়া যায় না সেগুলো সম্পর্কেঃ 

    ১। ভিসকোস রেয়ন ঃ যদিও  রেয়ন ফ্যাব্রিক ধোয়া যায় কিন্তু অনেক ধরনের রেয়ন এর কাপড় আবার ধোয়ার পর সংকুচিত হয়ে যায়।  অর্থাৎ ফ্যাব্রিক এর যে আকার তা আর থাকে না ধোয়ার পর। সংকুচিত বা ছোট হয়ে যায় ।  এছাড়া ভিসকোস এর ফ্যাব্রিকটি  ওয়াশিং মেশিনে ধোয়ার অযোগ্য। 

    ২। পলিএমাইডঃ এসব ধরণের কাপড় ধোয়ার পর কাপড়টি প্রসারিত হয়ে যায় । অর্থাৎ ফ্যাব্রিকটি তার আসল আকারের থেকে বেশি বড় হয়ে যায় প্রসারন ক্ষমতার জন্য ।

    ৩। লেদার ঃ যদিও অনেক লেদারের ফ্যাব্রিক ধোয়া যায় কিন্তু যেসব লেদারের কাপড়ে “Not-washable” লিখিত লেবেল থাকে 

    সেগুলো ধোয়া নিষিদ্ধ । বিকল্প পদ্ধতি যেমন ঃ ড্রাই ওয়াশ পদ্ধতি প্রয়োগ করতে হবে । 

    এছাড়া পশমজাতীয় কাপড় ধোয়া নিষিদ্ধ । এসব ধরনের কাপড়ে সাধারনত “ড্রাই;ক্লিন”(“Dry clean only”) লেবেল থাকে । অর্থাৎ কনজুমার বা ব্যবহারকারীরা  লেবেল দেখে ফ্যাব্রিক প্রসেস ওয়াশ(লিকুয়িড)/  ড্রাই ওয়াশ কোনটি করতে হবে বুঝতে পারবে । 

    তথ্যসূত্র ঃ Laundress, whomadeit.org

    Writer Information: 

    Mohamad Mohiminul Pritom

     Department of Textile Engineering 

    Green University of Bangladesh 

    RELATED ARTICLES

    Related News

    - Advertisment -

    Most Viewed