Sunday, October 27, 2024
Magazine
More
    HomeCampus NewsSKTEC এ স্পন্দন ব্লাড সোসাইটির বর্ষপূতি উৎযাপন

    SKTEC এ স্পন্দন ব্লাড সোসাইটির বর্ষপূতি উৎযাপন




    কে.এম.ওলিউল্লাহ মনির,ক্যাম্পাস প্রতিনিধি :

    “করিব রক্ত দান সচল রাখিব প্রাণের স্পন্দন” এই উদ্ধৃতিকে সামনে রেখে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঝিনাইদহ এর ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত স্পন্দন ব্লাড সোসাইটি শুরু থেকে চলতে চলতে আজ ১ম বর্ষ সম্পূর্ণ করে ২য় বর্ষে পর্দাপণ করলো।আজ ২০ জুলাই বিকেল ৪ ঘটিকায় উক্ত কলেজের অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনের মাধ্যমে আজকের দিবসটি উদ্ভোধন করেন স্পন্দন ব্লাড সোসাইটির সভাপতি নাইমুল হাসান প্রান্ত।

    শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে স্পন্দন ব্লাড সোসাইটির বর্ষপূতি উৎযাপন।

    তিনি তার স্বাগত বক্তব্যের মধ্যে স্পন্দন ব্লাড সোসাইটির গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন এবং তিনি ক্লাবের কার্যক্রম ঝিনাহদহ জেলা শহরসহ এর বাইরে পাশ্ববর্তী জেলা সমূহ যেমন মাগুরা, যশোর, নরাইলে তাদের কার্যক্রম তুলে ধরেন।উক্ত অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন রিদওয়ান অলিভ।এরপর আগত উপস্থিতিদের মধ্য রক্তদানের অনুভূতি নিয়ে জানতে চাইলে উক্ত ক্লাবের কয়েকজন সদস্য তাদের রক্তদানের অনুভূতি ব্যক্ত করেন তাদের মধ্যে উল্লেখ্য মাইনুল ইসলাম,বুলবুল আহমেদ জয় এবং নাসিরুদ্দীন টিপু।




    তারপর পর্যায়ক্রমে আমন্ত্রিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ফাহাদ মাহমুদ মারুত স্যার ও আলী আজম রোকন স্যার।উক্ত অনুষ্ঠানে স্পন্দন ব্লাড সোসাইটির লোগো প্রতিযোগীতায় বিজয়ী আবু সাঈদ হৃদয় ও এনামুলক হকে পুরস্কার তুলে দেন আলী আজম রোকন স্যার।উক্ত অনুষ্ঠানের আকর্ষণীয় অংশ ছিলো স্পন্দন ব্লাড সোসাইটি কতৃক পরিচালিত রক্ত দানে উৎসাহ প্রদান বিষয়ক মঞ্চনাটক।যা আগত উপস্থিতি ও শিক্ষকদের নজরকাড়ে।এরপর কেক কাঁটার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed