Tex-Talk with Icons (Episode-2) অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার

0
173

কর্পোরেট জগতে টিম ওয়ার্কের কোন বিকল্প নেই। টিম পরিচালনা করার জন্য প্রয়োজন যোগ্য টিম লিডার। লিডারশীপ বা নেতৃত্ব কোনো পদমর্যাদা বা পজিশন না, এটা হলো একটি সিদ্ধান্ত। একজন প্রকৃত লিডার সবাইকে নিয়ে স্বপ দেখেন ও স্বপ্ন দেখাতে পারেন। আর সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে তিনি যখন সুদুর প্রসারি কোন প্ল্যান দেন, তখন সবাই মিলে একসাথে তা সফল করার চেষ্টা করে। কারন তারাও তা বিশ্বাস করে।

তাই ক্যারিয়ারে সফল হতে হলে প্রকৃত লিডারশীপের গুনাবলি অর্জনের বিকল্প নেই। তাই Textile Engineers Society (TES) এর এবারের আয়োজন “কর্পোরেট লিডারশীপ” নিয়ে।

একজন লিডারের কি কি গুনাবলি থাকা প্রয়োজন ও কিভাবে এসব গুনাবলি অর্জন করা যাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে Tex-Talk with Icons শিরোনামে লাইভের Episode-2 এ সম্মানিত অতিথি হিসেবে থাকছেন-
জনাব ফেরদৌস রহমান, এসিস্ট্যান্ট ম্যানাজার (MCD), ইপিলিয়ন গ্রুপ।

যিনি দীর্ঘদিন RMG সেক্টরে সফলভাবে কাজ করে যাচ্ছেন ও প্রতিনিয়ত বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আর সাথে নিজেকে সংযুক্ত রাখছেন।

আলোচ্য বিষয় : Those who are new, how will they maintain leadership.

লাইভটি সরাসরি সম্প্রচার হবে #টেক্সটাইল_ইঞ্জিনিয়ারস পেজ থেকে আগামী ২২মে, শুক্রবার ঠিক রাত ৯.০০টায়।

পেজ লিংক :
https://www.facebook.com/1836879863220890/

সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here