Tuesday, March 19, 2024
More
    HomeWeavingTwill weave : last part.

    Twill weave : last part.

    Diamond twill:

    Diamond twill হচ্ছে horizontal zig-zag twill ও vertical zig zag twill এর সমন্বয়।

    যদি আমারা 2/2 ফর্মুলা নম্বর এর জন্য diamond twill design করতে চাই তাহলে,

    ব্যাসিক রিপিটঃ 44 ডাইমন্ড রিপিটঃ 88 হবে।

    এক্ষেত্রে diamond repeat ডাবল হওয়ার কারন diamond twill এ আমার একসাথে horizontal zig-zag twill ও vertical zig zag twill ইমপ্লিমেন্ট করব।

    সহজ ভাবে ডাইমন্ড ডিজাইন এর জন্য ডাইমন্ড রিপিট (88)কে 4 ভাগে ভাগ করে উপরের প্রথম ভাগে ব্যাসিক রিপিট (৪৪) কে বসিয়ে দিই।
    তারপর পাশে horizontal zig-zag twill ও নিচে vertical zig zag twill স্থাপন করি।
    তাহলেই হয়ে যাবে diamond twill এর রিপিট ইউনিট।

    Diamond twill এর ক্ষেত্রে pointed draft হয়ে থাকে ।

    Broken twill :

    Twill design গুলোর মধ্যে এটি অনেক সহজ,।

    যদি আমরা,3/3 ফর্মুলা নম্বর এর জন্য
    Basic repeat: 6*6

    Broken repeat : 6*6. হবে।

    প্রথমে 3/3 ফর্মুলা নম্বর নিয়ে ব্যাসিক রিপিট আঁকতে হবে।

    এখন Broken twill এর জন্য ব্যাসিক রিপিট কে দুইটি গ্রুপে ভাগ করে নিব (1,2,3) &(4,5,6)।
    তারপর ব্যাসিক রিপিট এর প্রথম (1,2,3) ঘরের ডিজাইন কে Broken repeat এ বসিয়ে দিব, আর বাকি তিন ঘরে ব্যাসিক রিপিট এর ( 4,5,6) ডিজাইন কে reverse করে অর্থাৎ (4,5,6) কে (6,5,4) ক্রমে broken repeat এ বসাব তাহলে হয়ে যাবে broken twill এর repeat।

    Broken twill এ সবসময় straight draft হয়।

    Writer : MD Sajal Hossain
    From : SKTEC
    Campous ambassador at TES.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments