Tuesday, April 23, 2024
More
    HomeTextile ManufacturingKnittingWarp Reel Machine এর সংক্ষিপ্ত পরিচিতি

    Warp Reel Machine এর সংক্ষিপ্ত পরিচিতি

    Warp Reel Machine এর সংক্ষিপ্ত পরিচিত

    এই যন্ত্রটি মুলত সুঁতার কাউন্ট অর্থাৎ সুতা কতটুকু মোটা বা চিকন তা নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়। 

    আমরা চাইলে এই যন্ত্র থেকে সহজেই টেক্স কাউন্ট অথবা ইংলিশ কাউন্ট নির্ণয় করতে পারি।

    Wrap Reel M/C এর গুরত্বপূর্ণ কিছু parts এর নাম-

    ১, বোবিন হোল্ডার ( Bobbing/creel Holder)

    ২, সুতার দিকনির্দেশক ( yarn guider)

    ৩, প্রি-টেনশনার (Pre – tensioner) 

    ৪, মনিটর (Monitor) 

    ৫, সুইচ বোর্ড (switch bord)

    ৬, চাকা ( Reel / wheel)

    ৭, নোচ ( notche) ইত্যাদি। 

    কাউন্ট যেভাবে নির্ণয় করা হয়:

    সহজ কথায়, কাউন্টকে length per unit weight ও বলা হয়ে থাকে। তার ভিত্তিতে,

    English Count, Ne= L/l × w/W 

    এখানে, L= wrap reel এ আমরা যত দৈর্ঘ্যের সুতা জড়াবো তা; 

    l = unit length

    w= unit weight

    W= জড়ানো সুতার ওজন;

    উল্লেখ্য, আমরা ওজন মাপার জন্য ল্যাবে Digital Weight box

     ব্যবহার করেছি।

    সুঁতার কাউন্ট নির্ণয় করতে উক্ত সুত্রের উপাদান গুলো প্রয়োজন হয়। এর মধ্যে নমুনা সুঁতার দৈর্ঘ্য আমরা warp reel machine এ পরিমাপ করে থাকি। যন্ত্রে package holder বা সুতার ধারন করে থাকা রিল/কোন/ববিন রাখা হয় তা থেকে সুঁতা গাইডের মাধ্যমে, যে রিল বা চাকা থাকে তাতে নিয়ে আসা হয়। এই রিলের ব্যাস ৫৪ ইঞ্চি

     হয়ে থাকে।

    (উল্লেখ্য যে, wrap reel এর পরিধি ১.৫ গজ হয়ে থাকে। তো, wrap reel এর ৮০ বার ঘুর্ণনে ১২০ গজ অর্থাৎ ১ lea পরিমাণ সুতা জড়ায়।)

    এবং রিলের সাথে একটা নোচ (Notch

    ) থাকে, তাতে সুতার প্রান্তভাগ পেচানো হয়। এরপর যন্ত্রে সুইচ বোর্ড থেকে অন (On

    ) বাটন প্রেস করলে রিল ঘুরতে শুরু করে এবং তাতে সুতা জড়াতে থাকে। মনিটরের নির্ধারিত ঘুর্ণনের সাপেক্ষে চাকাটি ঘুরতে থাকে। ধরা যাক, মনিটরে ৮০ 

    বার ঘুর্নন সেটা করা হয়েছে। সুতরাং, ঠিক ৮০ 

    বার ঘুরার পরে যন্ত্রটি নিজ থেকে বন্ধ হয়ে যাবে। তখন সুতার জড়ানোর শেষভাগ কেটে তার চাকার থেকে বের করা হয়।

    এভাবে এই যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট দৈর্ঘ্যের সুতা বা নমুনা সুতা আমরা পেয়ে যাই।

    এটাতো গেলো শুধু অর্ধেক অংশ, বাকি অর্ধেক অংশ অর্থাৎ ওজন বের করার জন্য আমাদের অন্য একটি যন্ত্রের প্রয়োজন। তা হলো ইলেক্ট্রিক ব্যালেন্স

    ।চলুন বাকিটুকু জেনে নেই।

    ইলেক্ট্রিক ব্যালেন্স যন্ত্রের মাধ্যমে warp reel machine থেকে যে নমুনা সুতা তৈরি করা হলো তা পরিমাপ করব। এতে আমরা উক্ত সুত্রের W এর মান পেয়ে যাব। এখানে আমরা গ্রামে ওজন পাব। 

    এইতো গেলো আমাদের দুইটি যন্ত্রের কাজ এবং সংক্ষিপ্ত পরিচিতি। এবং যন্ত্রগুলো থেকে আমরা sample এর ওজন এবং দৈর্ঘ্য-এর মান পেয়েছি।

    এইবার জানা যাক, Unit weight এবং unit length এর মান কিভাবে পাবো?

    যদি আমরা ইংলিশ সিস্টেমে কাউন্ট বের করতে চাই, তাহলে আমাদের প্রথমেই ইংলিশ সিস্টেম কি সেটা জানতে হবে;
    ” ১ পাউন্ড (৪৫৩.৬ গ্রাম) ওজনে উপস্থিত প্রতি ৮৪০ গজ সুতার হ্যাংক সংখ্যা যতো, সেটাই তার ইংলিশ কাউন্ট”

    অর্থাৎ এখানে, Unit weight= ৪৫৩.৬ গ্রাম; Unit length= ৮৪০ গজ;

    সুতরাং সব উপাদানের মান তো জানা হয়ে গেল! তাহলে সূত্রে বসালেই পাওয়া যাবে, কাঙ্ক্ষিত কাউন্টের মান।

    Written By,

    Monira Moula & Bhuban Kanti Dey 

    Team Dwmtec. 

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments