Friday, September 20, 2024
More
    HomeIndustrial CalculationYarn Count Part-3 ( Indirect Count System)

    Yarn Count Part-3 ( Indirect Count System)

    ইনডিরেক্ট সিস্টেম :

    এই পদ্ধতিতে,

    1. কাউন্ট যত বেশি হবে সুতা ততো পাতলা হবে
    2. কাউন্ট যত কম হবে সুতা তত মোটা হবে

    ইনডিরেক্ট পদ্ধতি একটি নিয়ম মেনে চলে তা হল সুতার ওজন অপরিবর্তিত থাকে কিন্তু দৈর্ঘ্য পরিবর্তিত হয় ।

    বিভিন্ন একক এ ইনডিরেক্ট সিস্টেম:

    1. English count (Ne) 1 lb = ? Hank(840 yards)

    তার মানে হল এক পাউন্ড কাপড়ের মধ্যে 840 গজের যতগুলো হ্যাঙ্ক রয়েছে তাই হচ্ছে ইংলিশ কাউন্ট

    Example : 80 Hank = 80 count

    1. Metric count (Nm) 1 kg = ? Skain (1000m)

    অর্থাৎ 1000 মিটার এর যতগুলো স্কেইনের ওজন এক কেজি হবে ততো হবে মেট্রিক কাউন্ট এর মান।

    Example : 100 Skain = 100s

    1. French count (Nf) 500 gm = ? Skain (1000m)

    এর মানে হল 1000 মিটার এর যতগুলো স্ক্রেইনের মান 500 গ্রাম ফ্রেন্স কাউন্ট হবে তত।

    Example: 50 Skain = 50 s

    1. Worsted count (N wor) 1lbs = ? Hank (560 yards)

    মানে 560 গজের যতগুলা হাঙ্ক এর ওজন 1 পাউন্ড তাকে ওরস্টেড কাউন্ট বলে।

    Examples : 100 Hank = 100 count

    ইনডিরেক্ট সিস্টেমে কাউন্ট নির্ণয়ের পদ্ধতি :
    L×w
    Indirect count = ———-
    l×W
    Here,
    L = sample length
    w = unit weight
    l = unit length
    W = sample weight

    Math solution :

    • 120 গব 17 জন যদি 10 গ্রাম হয় তবে ইংলিশ কাউন্ট কত?

    Solution :
    Here,
    L = 120
    w = 1
    l = 840
    W = 10
    1 pound = 453.6 gm

    সুতরাং,
    120×1
    English count = ————————–
    840×10/453.6
    = 6.48
    = 6 Ne

    এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে পরিবর্তিত কাউন্ট :

    1 . ডেনিয়ার থেকে ইংলিশ কটন কাউন্টার রূপান্তরের ক্ষেত্রে,

                                                     5315

    ইংলিশ কটন কাউন্ট = —————————————–
    ডেনিয়ার পদ্ধতিতে সুতার কাউন্ট
    আবার ,
    5315
    ডেনিয়ার কাউন্ট =—————————–
    ইংলিশ কটন কাউন্ট

    1. ডেনিয়ার থেকে টেক্সট পদ্ধতিতে রূপান্তর: ডেনিয়ার কাউন্ট টেক্স কাউন্ট = —————————–
      9
      = .1111 × ডেনিয়ার কাউন্ট

    আবার , ডেনিয়ার কাউন্ট = 9 × টেক্স কাউন্ট

    1. ইংলিশ কটন কাউন্টকে টেক্স কাউন্টে রূপান্তর :
      590.5
      টেক্স কাউন্ট = —————————
      ইংলিশ কটন কাউন্ট 590.5 আবার ইংলিশ কটন কাউন্ট = ——————
      টেক্স কাউন্ট
    2. কটন কাউন্টেকে মেট্রিক কাউন্ট এ রূপান্তর : মেট্রিক কাউন্ট = 1.693 × কটন কাউন্ট

    আবার , কটন কাউন্ট = মেট্রিক কাউন্ট × 0.5905

    1. কটন কাউন্টকে উরস্টেট কাউন্টে রূপান্তর:

    উরস্টেট কাউন্ট = 0.6667 × কটন কাউন্ট
    আবার, কটন কাউন্ট = 1.5 × উরস্টেট কাউন্ট

    Math Solution :

    • যদি 250 কটন সুতার ওজন 3.5 গ্রাম হয় তবে এটার ইংলিশ এবং টেক্স কাউন্ট কত হবে???
      Solution :
      আমরা জানি , L × w
      ইংলিশ কাউন্ট পদ্ধতিতে কাউন্ট = —————–
      l × W
      250×1
      = ————————–
      840 × (3.5/453.6)
      =38.57s
      আবার,
      টেক্স = ( 590.5 / কটন কাউন্ট)
      = 590.5 ÷ 38.57)
      =15.30

    Math Solution :

    • যদি 120 গজের ১টি সুতার ওজন 15 গ্রেইন হয় তাহলে ইংলিশ কটন পদ্ধতিতে উক্ত সুতার কাউন্ট বের করো । টেক্স এবং ডেনিয়ারে তা কত হবে???
      Solution :
      1 pound = 7000 grain

    আমরা জানি ,
    ইংলিশ কটন কাউন্ট পদ্ধতিতে কাউন্ট = (L × w)/(l×W)
    =(120×1)/(840×(15/7000))
    =66.66s
    আবার,
    টেক্স = ( 590.5/কটন কাউন্ট)= 590.5 /66.66=8.858t

    অনুরূপভাবে,
    ডেনিয়ার = (5315 /কটন কাউন্ট) = 5315/66.66= 79.73

    Writer:
    Md. Robiul Alom
    Sheikh Kamal Textile Engineering College
    WPE, 3rd batch

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments