বাংলাদেশ ডেনিম এক্সপো-২০২২

0
255
বাংলাদেশ ডেনিম এক্সপো-২০২২

আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরা, ঢাকায় গত ১০ এবং ১১ মে, বিশ্বের ১০ টি দেশের ৭৯ টি প্রদর্শক অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে আয়োজিত হয় বাংলাদেশ ডেনিম এক্সপো-২০২২।ডেনিম এক্সপার্ট লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তাফিজ উদ্দিন অলাভজনক ভিত্তিতে বাংলাদেশ ডেনিম এক্সপো আয়োজন করেন। কোভিড মহামারির  পরে ডেনিম, প্রস্তুতকারক, ক্রেতা এবং ডেনিম প্রেমীদের জন্য  এটা আনন্দের ছিলো। 

বাংলাদেশ ডেনিম এক্সপো-২০২২

এ বছরের আয়োজনের থিম ছিলো “Beyond Business “.দুই দিনব্যাপী এই মেগা এক্সপোজিশনে অংশগ্রহণকারীরা তাদের অত্যাধুনিক ফেব্রিকস, গার্মেন্টস, থ্রেড,মেশিনারি,ফিনিশিং, ওয়াশ আনুষাঙ্গিক প্রদর্শন করে।এছাড়া এক্সপো পন্য প্রদর্শনী, সেমিনার সেশন,প্যানেল আলোচনা হয়েছে।ডেনিম প্রেমীদের মধ্যে একটা নেটওয়ার্কিং তৈী হয়েছে।

এই এক্সপো বাংলাদেশের ডেনিম সেক্টরকে করেছে।বর্তমানে ইউরোপে বিশ্বের ২য় বৃহ্ত্তম রপ্তানিকারক। এই সফল আয়োজন  বিশ্বকে জানান দিচ্ছে বাংলাদেশের ডেনিম শিল্পের  ভবিষ্যৎ।

মোঃ  রাসেল মিয়া

প্রাইমএশিয়া ইউনিভার্সিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here