Friday, April 19, 2024
More
    HomeTechnical Textileমুনির হাসান - ভাইরে ভাই কী একটা উড়াধুড়া অনুষ্ঠান দেখে আইলাম!!!

    মুনির হাসান – ভাইরে ভাই কী একটা উড়াধুড়া অনুষ্ঠান দেখে আইলাম!!!

    তৈরীপোষাকশিল্প নিয়ে আমার সাম্প্রতিক আগ্রেহের কেন্দ্রবিন্দু চতুর্থ শিল্পবিপ্লব। এ কারণে আমাদের রপ্তানী খাতের প্রধান শিল্পে ধ্বস নামতে পারে বছর দশেকের মধ্যে। সেটির খোঁজ খবর নেওয়ার জন্য এবং হয়তোবা রুবানা হকের পাল্লায় পড়ে আমি এখন গার্মেন্টসের বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া পড়াশোনা এগুলো করছি। নিজেদের অনুষ্ঠানে তৈরীপোষাকশিল্পপতিদের নিয়ে আসছি, তাদের কথা শুনছি।

    তো, আজ ছিল দ্বিতীয় ফ্যাশনোলজি সামিট। এর মানে হলে টোকনোলজি ফ্যাশনকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা নিয়ে আলাপ আলোচনা। শেষ দুইটা+ক্লোজিং শেষন শুনেছি। অনেক কিছু জানলাম। বিস্তারিত লিখবো আর একদিন।

    তারপর একটা ফ্যাশন শো হলো। না, প্রচলিত ফ্যাশন শো না। এ হলো ফ্যাশনের ডিজিটাল টেক শো। এখানে মডেলরা পড়েছে ওয়্যারেবল ডিভাইস, পড়েছে থ্রিডিপ্রিন্টারে প্রিন্টারে প্রিন্ট করা জামা কাপড়!!! পুরো সময় মনে হয় তব্দা মেরে বসে ছিলাম।

    তার আগে ডেনিম এক্সপো ঘুরে দেখেছি। একদিনেই ডেনিমের জগতের ১% দেখে ফেললাম।

    সেই সঙ্গে জানলাম লেগে থাকলে একজন মাত্র লোকও একটা দেশকে বিশ্বের কাছে সম্মানিত করে তুলতে পারে। টের পেলাম কেন হল্যান্ডের রানী বাংলাদেশে এসে চট্টগ্রামে ডেনিমের ফ্যাক্টরিতে যান।

    Source : Munir Hasan

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments