দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ ভাগই আসে টেক্সটাইল খাত থেকে। বলা চলে দেশীয় রপ্তানির একটা “নাইট রাইডার “হিসাবে টেক্সটাইল সেক্টর কাজ করছে। যেখানে সংযুক্ত আছে একাধিক দক্ষ ইন্জিনিয়ার কিংবা শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে পানি করা। উচ্চ তাপমাত্রায় অসহনীয় পরিশ্রম করা এ লোকদের কথা ক জনই বা জানে? কিংবা জানলেও ক জনই বা তাদের ক্রেডিট দেয়?
হয়ত তারা জীবনযাত্রার তাগিদে কাজ করে যাচ্ছে অগোচরে। কিন্তু জীবনযাত্রার এই তাগিদের পিছনেও দেশের সিংহভাগের আয়ের উৎস যে তারা সেটা আমরা অনেকেই জানি না। হয়ত পর্যাপ্ত ব্যান্ডিং এর অভাব কিংবা আমাদের যথেষ্ট পড়াশোনা না থাকার কারনেই এরকমটা হচ্ছে। তবে এবার গার্মেন্টস শ্রমিকদের জীবনী কিংবা সত্য ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র…. ।
ছবির নাম “মেইড ইন বাংলাদেশ”। ছবিটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। যার শ্রেষ্ঠাংশে অাছে ঋতৃকা নন্দিনঅ শিমু, নোভেরা রহমান,পারভীন পারু সহ আরো অনেকে। পরিচালনার পাশাপাশি ছবিটির স্কিপ্টও লিখেছেন পরিচালক নিজেই।
তাই আসুন নিজেদের চিনি, নিজের দেশকে চিনি, সম্মান করি তাদেরকে যারা আত্ম উপলব্ধিবোধ থেকে নিজের সর্বোচ্চ দেয়ার চেস্টা করে।
ছবির ট্রেইলার লিংকঃ এখানে ক্লিক করুুন
খালেদুর রহমান সিয়াম,
টেক্সটাইল ডিপার্টমেন্ট,
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইনন্সিটিউট।