Friday, April 26, 2024
More
    HomeFactory Reviewইন্ডাস্ট্রিয়াল রিভিউ: Sharmin Group

    ইন্ডাস্ট্রিয়াল রিভিউ: Sharmin Group

    ১০০% রপ্তানিমুখী গার্মেন্টস প্রস্তুতকারক শারমিন গ্রুপ ১৯৯৯ সালের ১লা জানুয়ারী বানিজ্যিক কার্যক্রম শুরু করে যার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইসমাইল হোসেন যিনি বর্তমানে গ্রুপটির এমডি হিসেবে দায়িত্বরত আছেন। শারমিন গ্রুপ সাভারের আশুলিয়ায় ৫৯৯,৫০০ বর্গফুটের ফ্লোর স্পেস সহ আধুনিক ভবনগুলিতে প্রকল্প শুরু করে। বর্তমানে গ্রুপটিতে ৪ মিলিয়ন পিসের মাসিক উৎপাদন ক্ষমতা সহ ১৪৪ টি উৎপাদন লাইন রয়েছে। শারমিন গ্রুপে বর্তমান টার্নওভার বার্ষিক 300 মিলিয়ন ডলারে পৌঁছেছে।

    ✅শারমিন গ্রুপের অন্তর্ভুক্ত কারখানাসমুহ পরিচিতিঃ

    👉Sharmin Apparels Ltd
    এটি প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে ২,৩৩,৫২১ স্কয়ার ফিট স্থানের উপর । এখানে ১৩ টি লাইনে মোট ৯০০ টি মেশিন রয়েছে যেখানে প্রায় ১৬৩৩ জন কর্মচারি কাজ করে থাকে । এই কারখানায় প্রতি মাসে ৩,৭৫,০০০ পিস গার্মেন্টস প্রস্তুত করা হয়।

    👉Sharmin Fashions Ltd.
    এটি প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে ২,৬৫,৪৪৮ স্কয়ার ফিট স্থানের উপর । এখানে ২৪ টি লাইনে মোট ১৮০০ টি মেশিন রয়েছে যেখানে প্রায় ৩১২৮ জন কর্মচারি কাজ করে থাকে । এই কারখানায় প্রতি মাসে ৬,৯০,০০০ পিস গার্মেন্টস প্রস্তুত করা হয়।

    👉Sharaf Apparels Ltd.
    এটি প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে ১,৬৫,৬২০ স্কয়ার ফিট স্থানের উপর । এখানে ২৮ টি লাইনে মোট ২০০০ টি মেশিন রয়েছে যেখানে প্রায় ৩৩০০জন কর্মচারি কাজ করে থাকে । এই কারখানায় প্রতি মাসে ৮,১৫,০০০ পিস গার্মেন্টস প্রস্তুত করা হয়।

    👉Sharaf Washing & Dyeing Ind. Ltd.
    এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে ৯৭,০৪৭ স্কয়ার ফিট স্থানের উপর । এখানে ২৫০টি মেশিন রয়েছে যেখানে প্রায় ১০৬৭ জন কর্মচারি কাজ করে থাকে ।

    👉Ishayat Apparels Ltd.
    এটি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে ৩,৮০,০০০ স্কয়ার ফিট স্থানের উপর । এখানে ৬০ টি লাইনে মোট ৩৪৫০ টি মেশিন রয়েছে যেখানে প্রায় ৬৫০০ জন কর্মচারি কাজ করে থাকে । এই কারখানায় প্রতি মাসে ১৭,০০,০০০ পিস গার্মেন্টস প্রস্তুত করা হয়।

    👉Sharaf Embroidery & Printing
    এটি প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে ৪,২৪০ স্কয়ার ফিট স্থানের উপর । এখানে ৩ টি মেশিন রয়েছে যেখানে প্রায় ০৯ জন কর্মচারি কাজ করে থাকে ।

    👉A.M Design Ltd.
    এটি প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে ৭৯,০০০ স্কয়ার ফিট স্থানের উপর । এখানে ১৪ টি লাইনে মোট ১০০০ টি মেশিন রয়েছে যেখানে প্রায় ১৮০০ জন কর্মচারি কাজ করে থাকে । এই কারখানায় প্রতি মাসে ৪,০০,০০০ পিস গার্মেন্টস প্রস্তুত করা হয়।

    👉A.M Fashion Ltd.
    এটি প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে ১,৮০,০০০ স্কয়ার ফিট স্থানের উপর । এখানে ১৫৮০ টি মেশিন রয়েছে যেখানে প্রায় ২৮২৫ জন কর্মচারি কাজ করে থাকে । এই কারখানায় প্রতি মাসে ৩,০০,০০০ পিস গার্মেন্টস প্রস্তুত করা হয়।

    👉ILmeeyat Apparels Ltd.
    এটি প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে ৩,৩২,২৯৭ স্কয়ার ফিট স্থানের উপর যা জমিরদা ,ভালুকা ,ময়মনসিং এ অবস্থিত । এখানে ৩৪২৫ টি মেশিন রয়েছে যেখানে প্রায় ৫৫০০ জন কর্মচারি কাজ করে থাকে । এই কারখানায় প্রতি মাসে ১১,৪৪,০০০ পিস গার্মেন্টস প্রস্তুত করা হয়।

    👉ILmeeyat Washing & Dyeing Ind. Ltd.
    এটি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে ১,২০,০০০ স্কয়ার ফিট স্থানের উপর যা জমিরদা ,ভালুকা ,ময়মনসিং এ অবস্থিত । এখানে ৪২ টি মেশিন রয়েছে যেখানে প্রায় ১৫০ জন কর্মচারি কাজ করে থাকে । এই কারখানায় প্রতি মাসে ১ মিলিয়ন পিস গার্মেন্টস প্রস্তুত করা হয়।

    ⏩গ্রাহকসমূহঃ

    ✅ইউরোপঃ H&M , KIABI , LIDL , ZARA , INDITEX, MONOPRIX , MATALAN , HEMA .
    ✅যুক্তরাষ্ট্রঃ JCPenney .
    ✅কানাডাঃ Garage , Dynamite , Reitman’s .

    ⚠️শারমিন গ্রুপ BSCI , WRAP ও Control Union দ্বারা প্রত্যায়িত ।
    ⚠️শারমিন গ্রুপ শক্তি ও পানি সাশ্রয় করতে আন্তর্জাতিক ফিন্যান্স করপোরেশন এবং জিআইজেডের সাথেও কাজ করছে যা পৃথিবীর সীমিত সংস্থার সর্বোত্তম ব্যবহারে সহায়তা করছে।

    ☯️গুরুত্বপূর্ণ তথ্যঃ
    ✳️ঠিকানাঃ নরসিংহপুর,আশুলিয়া,সাভার,ঢাকা-১৩৪১
    ✳️ফোনঃ ০১৭১৩২৭৪৯১৭ , ০১৭১৩২৭৪৯১৮
    ✳️ফ্যাক্সঃ +৮৮০২৭৭৮৮০৬৫
    ✳️ইমেইলঃ [email protected]

    🌐Source: www.sharmingroup.com

    ✅Writer :
    Tanjidur Rahman Sakib
    Department of Apparel Engineering.
    Sheikh Kamal Textile Engineering College.
    Campus Ambassador ( Textile Engineers ).

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments