Friday, April 26, 2024
More
    HomeCampus Newsআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত " Forward Together with Women's power 2021"...

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ” Forward Together with Women’s power 2021″ সফলভাবে অনুষ্ঠিত।

    ” বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর “

    টেক্সটাইল টেক অ্যালামনাই গ্রুপ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, কর্তৃক আয়োজিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে ” Forward Together with Women’s power 2021“. ইভেন্ট টি অনুষ্ঠিত হয়েছে ঢাকার ধানমন্ডির এক রেস্টুরেন্টে।

    অনুষ্ঠানটির সভাপতিত্ব করছেন গার্হস্থ্য অর্থনীতি
    কলেজের Guest Lecturer ও টেক্সটাইল টেক অ্যালামনাই গ্রুপ, গার্হস্থ্য অর্থনীতির প্রতিষ্ঠাতা সাবরিনা সারমিন।

    প্রধান‌ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    বিবি রাসেল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী ফ্যাশন মডেল এবং নকশাকার
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    সানজিদা হক ( সহযোগী অধ্যাপক বস্ত্র ও বয়ন শিল্প
    বিভাগ , গার্হস্থ্য অর্থনীতি কলেজ)

    উপস্থাপনায় ছিলেন : ফারহানা রূপা।

    এছাড়াও উপস্থিত ছিলেন টেক্সটাইল টেক অ্যালামনাই গ্রুপ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ এর
    অর্গানাইজেশন এর টিম মেম্বার জান্নাতুল ফেরদাউস পুতুল , ফারহানা রূপা , সানজানা তৃপ্তি, আনিকা আনহা , জুঁই সাহনাজ , সাবিহা সুকলা ,

    মনোমুগ্ধকর এই মিলনমেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। উক্ত অনুষ্ঠানে মূল উদ্দেশ্য গুলো ছিল

    গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়ন শিল্প
    বিভাগের মেয়েদের মধ্যে সংযোগ ও সম্বনয় স্থাপন করা।
    বস্ত্র ও বয়ন শিল্পে অধ্যয়ন করে কিভাবে ক্যারিয়ার গড়তে হবে ‌।

    টেক্সটাইল শিল্পে ক্যারিয়ারে সফলতা অর্জনের জন্য কি কি দিকনির্দেশনা অনুসরণ করতে হবে।

    অনুষ্ঠানে আরো যা যা ছিল :
    🔴 অতিথিদের সাথে কেক কাটা।
    🔴Ramp walk
    🔴দুপুরে খাবার
    🔴ব্যাচ বিতরণ
    🔴 সাংস্কৃতিক অনুষ্ঠান
    🔴 পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
    🔴 নারী উদ্যোক্তাদের পরিচিতি।

    পুরস্কার প্রাপ্তদের ক্যাটাগরি ও নাম:

    knowledge sharing and contribution: জান্নাতুল ফেরদাউস পুতুল।
    Best compliment and contribution: ফারহানা রূপা।

    প্রধান‌ অতিথি বিবি রাসেল বলেন:
    বিবি রাসেল কথা বলেন দেশে , দেশের মাটি ও দেশের তাঁতিদের নিয়ে। তিনি বলেন দেশের প্রতি ভালোবাসা ও দেশের মানুষের জন্য কিছু করার মধ্যেই রয়েছে আসল সার্থকতা। আমরা যেন দেশে আর আমাদের দেশের ঐতিহ্য ভুলে না যাই। দেশপ্রেমেই সফলতার মূলমন্ত্র।

    বিশেষ অতিথি সানজিদা হক বলেন:
    আমাদের বস্ত্র ও বয়ন শিল্পে লেখাপড়া করে সবাই যথেষ্ট ভালো করছে। আমি নিজে এই বিভাগের প্রথম ব্যাচ এর ছাএী । আমি চাই আমার বিভাগের মেয়েরা অনেক উচচ অবস্থানে নিজেদের জায়গা করে নিক। সবাই মিলেমিশে একসাথে থাকবে
    এই প্রত্যাশা করছি।

    গার্হস্থ্য অর্থনীতি কলেজের Guest Lecturer ও টেক্সটাইল টেক অ্যালামনাই গ্রুপ, গার্হস্থ্য অর্থনীতির প্রতিষ্ঠাতা সাবরিনা সারমিন বলেন :

    আমাদের মেয়েরা বস্ত্র ও বয়ন শিল্পে লেখাপড়া করে অনেকেই অনেক ভালো অবস্থানে আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের গার্হস্থ্য অর্থনীতি কলেজ যে মেয়েরা টেক্সটাইল পড়ে সেটা অনেকেই জানে না। ক্যারিয়ার শুরু করতে অনেকেই
    অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। আমি ও ক্যারিয়ারের শুরুতে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন
    হয়েছি ‌‌। আমি চাই আর যেন কেউ এত প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়। এ জন্য এই এ্যাসোসিয়েশন তৈরি করা। আশা করি তোমাদের সবার সহযোগিতায় আমরা আর অনেক দূর এগিয়ে যেতে পারবো।।

    Writer
    Zannatul Ferdous Putul
    Dhaka university (College of home economics Department of clothing and textile)
    Batch:35

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments