প্রাত্যহিক জীবনের সাথে টেক্সটাইল কতটুকু জড়িয়ে আছে তা আমরা জানি। জীবনের সকল ক্ষেত্রেই আমাদের নির্ভর করতে হয় টেক্সটাইল সম্পৃক্ত নানা পন্যের উপর৷এজন্যই টেক্সটাইলের প্রধাণ অংশ বস্ত্র আমাদের দ্বিতীয় মৌলিক চাহিদা।
আজ আমরা জানবো টেক্সটাইলের অন্য একটি ক্ষেত্র সম্পর্কে। আর তা হল এরোস্পেস ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলের ব্যবহার।যা টেকনিক্যাল টেক্সটাইলের অন্তর্ভুক্ত।
এ সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে এরোস্পেস বা এরোস্পেস ইন্ডাস্ট্রি এর কাজ সম্পর্কে।
এরোস্পেস ইন্ডাস্ট্রিঃ পৃথিবীপৃষ্ঠ থেকে এয়ারক্রাফট এর বায়ুমন্ডলে অথবা স্পেসক্রাফট বায়ুমন্ডল পাড় করে উড়ে যাওয়ার জন্য যে ইন্ডাস্ট্রি কাজ করে সে সকল ইন্ডাস্ট্রি এরোস্পেস ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত।
এ সকল ইন্ডাস্ট্রি মূলত এয়ারক্রাফট বা স্পেসক্রাফট তৈরি, ব্যবস্থাপণা, এ সম্পর্কিত ইঞ্জিনিয়ারিং দিক নিয়ে কাজ করে৷
তাদের সকল কাজ এ টেক্সটাইল এর বহুল ব্যবহার রয়েছে।
এরোস্পেস ইন্ডাস্ট্রিতে যে যে ক্ষেত্রে টেক্সটাইল ব্যবহার করা হয় তা আমরা দুই ভাগে ভাগ করতে পারি৷ যথাঃ
ক) এয়ারক্রাফট টেক্সটাইল
খ) স্পেসক্রাফট টেক্সটাইল
আজ লিখছি এয়ারক্রাফট টেক্সটাইল নিয়ে।
এরোস্পেস ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলের ব্যবহারঃ একজন পাইলট এর পোষাক থেকে শুরু করে এয়ারক্রাফট নির্মাণ পর্যন্ত সকল ক্ষেত্রেই টেক্সটাইলের বহুল ব্যবহার বিদ্যমান।
** এরোস্পেস ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত টেক্সটাইলকে এরো-টেক্সটাইল বলা হয়।
এরো-টেক্সটাইলের কাঁচামালঃ
১) কার্বণ ফাইবারঃ
এটি একটি অতি সূক্ষ্ম ফাইবার যার ব্যস (০.০০০২-০.০০০৪)” পর্যন্ত হয়। মূলত কার্বণ এটম দিয়ে গঠিত ফাইবার এটি। অশোধিত তেল এর ক্রাকিং প্রসেস এর সময় বাই-প্রোডাক্ট হিসেবে এটি পাওয়া যায়।
কিছু বৈশিষ্ট্যঃ
ক) গ্রাফাইট ফাইবার হিসেবেও এটি পরিচিত
খ)চমৎকার tensile strength বিশিষ্ট
গ)তাপ ও রাসায়নিক রোধক এটি
**এই ফাইবার মূলত এয়ারক্রাফট ডিজাইনিং ও প্রস্তুতকরণে ব্যবহৃত হয়। এছারা এভিয়েশন মেশিন তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
২)কেভলার ফাইবারঃ
কেভলার হলো Aramid fibre এর বাণিজ্যিক নাম।
এরা, *তাপ প্রতিরোধী বা সহায়ক
*উচ্চ মানের সহনশীলতা সম্পন্ন
*জারণ প্রতিরোধী
*এদের ফেব্রিক ইন্টিগ্রিটি উল্লেখযোগ্য
কেভলার ফাইবার এর মান ও দৃঢ়তার জন্য বিশেষভাবে পরিচিত। এয়ারক্রাফটের বিকল ইঞ্জিনের ব্লেড ঠিক করার জন্য কেভলার এর ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ।
৩) Nextel Fibre:
Nextel fibre হলো Alumina-boria-silica fibre এর বাণিজ্যিক নাম। এটি একটি Silicon Carbide fibre। এর বৈশিষ্ট্য কার্বণ ফাইবার এর বৈশিষ্ট্যের কাছাকাছি। এর স্থিতিস্থাপকতা উল্লেখযোগ্য এবং এরা তাপ প্রতিরোধী।
৪) Nylon fibre:
Nylon6,6 Hexamethylene diamine এবং Adipic acid দ্বারা গঠিত। যা Nylon6,6 কে দুইটি কার্বণ দেয়।
*এরা তাপ প্রতিরোধী।
- ঘর্ষণ প্রতিরোধী
- এদের গলনাংক ২৬৫° সেলসিয়াস।
৫) E-glass:
E-glass মূলত তৈরী করা হয়েছিল Electrical wiring এর ইনসুলেটর হিসেবে। পরে দেখা যায় এর অসাধারণ ফাইবার তৈরির সক্ষমতা রয়েছে। যা এখন এরোস্পেস শিল্পে অনেক ব্যবহৃত হচ্ছে।এই ইনসুলেটর এর reinforcing phase কে সাধারণত ফাইবার গ্লাস বা ই-গ্লাস(E-glass) বলা হয়।
ই-গ্লাস,
*উচ্চ মাপাঙ্ক বিশিষ্ট
*উচ্চ মাত্রায় শক্তিশালী
*রাসায়নিক ও প্রাকৃতিক দ্রাবক প্রতিরোধী
*তাপ প্রতিরোধী
*অল্প তাপে দাহ্য নয়
*ক্ষতিকর রেডিয়েশন
এই e-glass প্রধানত ব্যবহার হয় এয়ারক্রাফট এর গ্লাসিং এর জন্য। এছাড়া অভ্যন্তরীণ নানা কাজ এ এটির ব্যবহার রয়েছে।
এসকল কাঁচামাল সাধারণত ব্যবহার হয় এরোস্পেস ইন্ডাস্ট্রিতে বা এয়ারক্রাফট সংক্রান্ত কাজ এ। যার মাধ্যমে টেক্সটাইলের সাথে এ শিল্পের সমন্বয় সাধন হয়। আর সৃষ্টি হয় এক নতুন অধ্যায় এর৷ যাকে আমরা বলি এরোস্পেস টেক্সটাইল।
মুনতাসির আহমদ তৌফিক
বস্ত্র ও বুনন প্রকৌশল বিভাগ
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Batch-39