“লন্ডন এন্ড নর্থ ওয়েস্ট রিজিওনাল নেটওয়ার্ক ইভেন্ট এ বিইউএফটি এর Pro Vice-Chancellor”

0
482

২৭ জুন, ২০২০ দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত সিএসসি লন্ডন এন্ড নর্থ ওয়েস্ট রিজিওনাল নেটওয়ার্ক ভিত্তিক ভার্চুয়াল ইভেন্ট “Life After Commonwealth Scholarship: How to Bring out the Best for Greater Impact” এ অন্যতম বক্তা হিসেবে অংশগ্রহণ করেন সিএসসি(CSC) এর সম্মানিত প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার প্রফেসর ডঃ আইয়ুব নবী খান।

যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) আন্তর্জাতিক উদ্দ্যেশ্যগুলো দ্বারা পরিচালিত মূল যুক্তরাজ্য সরকার বৃত্তি পরিকল্পনা সরবরাহ করে। সিএসসি হলো নির্বাহী বিভাগীয় পাবলিক সংস্থা যা আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ(ডিএফআইডি) এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত।

ইঞ্জিনিয়ার প্রফেসর ডঃ আইয়ুব নবী খান বর্তমানে BGMEA University Of Fashion & Technology (BUFT) এর Pro Vice-Chancellor পদে রয়েছেন। তিনি কমনওয়েলথ স্কলারশিপ এন্ড ফেলোশিপ প্ল্যান এর আওতায় যুক্তরাজ্যের University of Manchester Institute of Science & Technology (UMIST) থেকে টেক্সটাইল টেকনোলজি এর উপর এম.এস.সি এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

আইয়ুব নবী খান প্রথম বাংলাদেশী, যিনি প্রযুক্তিভিত্তিক শিক্ষায় অসামান্য অবদানের জন্য “The Textile Institute,Manchester,UK” কর্তৃক “International Holden Medal” এওয়ার্ড অর্জন করেছেন।

Reporter:

Mohammad Arshil Azim
Department of Textile Engineering,
BGMEA University of Fashion & Technology (BUFT)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here