Wednesday, September 11, 2024
More
    HomeFiberঅ্যাসবেসটস ফাইবার

    অ্যাসবেসটস ফাইবার

    অ্যাসবেসটস ফাইবার একমাত্র প্রাকৃতিক খনিজ ফাইবার যা টেক্সটাইল ফাইবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।দক্ষিন আমেরিকা, ইতালি ও কানাডায় পাওয়া যায় এটি।কানাডার ক্যুবেক প্রদেশের অ্যাসবেস্টস শহরের জেফি খান বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যাসবেসটস খনি ছিল ।অ্যাসবেসটস কঠিন শিলা মাটির তলদেশে স্তরে স্তরে বা ভাঁজে ভাঁজে জমা হয়ে এক প্রকার আঁশ সৃষ্টি করে ।এ ফাইবারে আলুমিনিয়াম,লৌহ,ক্যালসিয়াম,ম্যাগনেসিয়ামের সিলিকেটসহ বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে।নরম,লম্বা ও চাকচিক্যময় এ খনিজ আঁশ কে যান্ত্রিকভাবে চাপ দিয়ে সিট এ পরিণত করা হয় এবং উন্নত আঁশ গুলো কে স্পিন করে সুতা তৈরি করা হয়।ক্রাইসোলাইট অ্যাসবেসটস সবচেয়ে উন্নত শ্রেণীর শিলা,যা দিয়ে সুতা তৈরি সম্ভব।এ শ্রেণীর অ্যাসবেসটসের আঁশ দৈর্ঘ্যে বড় এবংমিহি, মজবুত ও অভঙ্গুর গুণ সম্পন্ন ।

    অ্যাসবেসটস ফাইবার ০.৩৮ʼʼ থেকে ০৹৭৫ʼ’ লম্বা হয়।এ ফাইবারের ব্যস সুক্ষ্ম।অনুবীক্ষণ যন্ত্রে এ ফাইবার দেখতে অনেকটা মসৃণ সরু রডের মত,খুবই সোজা ও কোন প্রকার অমসৃণ আবরণ পরিলক্ষিত হয় না ।তবে আঁশের দৈর্ঘ্য বেশ ছোট, পাক বা টুইস্ট নেওয়ার ক্ষমতা খুবই কম ।তাই টেক্সটাইল ক্ষেত্রে ব্যবহারের জন্য এ ফাইবারের সাথে কিছু কটন বা অন্য ফাইবার মিশিয়ে নেওয়া হয়।ফাইবারের শক্তি বৃদ্ধির জন্য সবসময়ই প্লাই করা হয়।

    বেশ কিছু বৈশিষ্ট্যের জন্য এটি জনপ্রিয় ছিল।যেমন -শব্দ শোষণ ক্ষমতা, গড় প্রসার্য শক্তি,অগ্নি, তাপ,তড়িৎ এবং রাসায়নিক ক্ষতি প্রতিরোধক।এতে মরিচা ধরে না এবং এসিডে ক্ষতি হয় না ।মূলত অগ্নি নির্বাপক কাজে নিয়োজিত ব্যক্তিদের ব্যবহারের জন্য স্যুট ও এতদসংক্রান্ত কাপড় এবং আগুন লাগার সম্ভাবনা আছে এমন স্থানে ব্যবহৃত দ্রবাদি যেমন থিয়েটারের পর্দা ও বিভিন্ন বস্ত্রাদি,পাইপের আবরণ,তামার তারের আবরণ এবং শব্দ প্রতিরোধক দেয়াল ইত্যাদি তেও অ্যাসবেসটস ব্যবহার হয়।

    তবে এ ফাইবার স্বাস্থের জন্য ক্ষতিকারক ।অ্যাসবেসটস আঁশের দীর্ঘায়িত শ্বসন ফুসফুসের ক্যান্সার, মেসোথেলিয়মা এবং অ্যাসবেসটসিস এর মতো গুরুতর অসুস্থতার সৃষ্টি করতে পারে ।ইউরোপীয় ইউনিয়ন অ্যাসবেসটস এর সকল প্রকার নিষ্কাশন,উৎপাদন, প্রক্রিয়াকরণ ও ব্যবহার নিষিদ্ধ করেছে ।

    সূত্র :বই ও ইন্টারনেট

    লেখক পরিচিতি
    মোছা হাসনাত জাহান
    হোম ইকনমিক্স কলেজ, আজিমপুর

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments