Thursday, December 12, 2024
Magazine
More
    HomeCampus Newsনিটারে টিইএসের এর নবীন সদস্যদের নিয়ে ইন্ট্রোডিউসিং সেশন অনুষ্ঠিত

    নিটারে টিইএসের এর নবীন সদস্যদের নিয়ে ইন্ট্রোডিউসিং সেশন অনুষ্ঠিত

    Writer: Badhon Majumder, NITER-10th Batch

    এসো হে নবীন,
    এগিয়ে চলো অবিরাম,অন্তহীন
    ভোরের সূর্যের প্রথম আলো
    স্বপ্নডানা মেলে জয়েন অগ্নি হৃদয়ে ঢালো।

    আজ টিইএস রিক্রুটকৃত নবীন মেম্বারদের নিয়ে ইন্ট্রোডিউস সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে টিইএস এর কার্যক্রম,ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের নিয়ে বিভিন্ন সেশনের গুরুত্ব,বিভিন্ন টিমের কার্যক্রম ও ভবিষ্যৎ চিন্তাভাবনা নিয়ে আলোচনা করা হয়।একে অপরের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি টিইএস নিয়ে সবার চিন্তাচেতনা ছিলো সুদূরপ্রসারী। উচ্চাকাঙ্ক্ষাকিত এসব ছেলেমেয়ের চোখে-মুখে অনেক বড় স্বপ্ন,সেই স্বপ্নজয়ের লক্ষ্যে তারা টিইএসের সাথে পথ চলতে দৃঢ় প্রতিজ্ঞ।

    অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করার মধ্যে দিয়ে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়। তারপর অনলাইন-অফলাইন ভাইভার মাধ্যমে ১৫০ জন পার্টিসিপ্যান্ট থেকে প্রায় ৪০ জন মেম্বার নির্বাচিত করা হয়।এসব নির্বাচিত নতুন মেম্বাররা তাদের নিজস্ব জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে টিইএসকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ী।
    ভবিষ্যতে টি.ই.এস নিটার টিমের এসব নবীন মেম্বারদের বিভিন্ন কার্যক্রম আরো উচ্ছ্বসিত হয়ে উঠবে পুরো টিইএস ফ্যামিলি। নিটার টিমের নবীনরাই হবে পুরো টিইএসের জন্য অনুপ্রেরণা,জোগান দেবে কাজ করার এক অদম্য শক্তি।

    নবীনদের জন্য শুভকামনা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Related News

    - Advertisment -

    Most Viewed